ধন্যবাদ কাকে দেবো ..ফারিহান মাহমুদকে না পান্থ বিহোসকে ভাবার দরকার নেই ভেবেই দুজন কেই একসাথে আন্তরিক অভিনন্দন।
ফারিহান মাহমুদের পিসির সমস্যাজনিত কারনে কম্পোজ করা সব লেখা নষ্ট হওয়ার পরো পান্থ বিহস এর অক্লান্ত পরিশ্রমে ফারিহান মাহমুদকে ব্লগে হেয় প্রতিপন্ন হতে হলোনা।
আসলে বারবার পোষ্ট দিয়ে দিয়ে ব্লগে সবার দৃষ্টিতে সবুজ অঙ্গন নামে আন্তর্জালিক কবিতা গুচ্ছ বের হওয়ার বিষয়টি একটা আবশ্যকতা পেয়ে যায় বলেই বইটি বের হওয়ার প্রয়োজন ছিল।
পান্থ বিহস অল্প সময়ে সুন্দর প্রচ্ছদে ৩০ জন ব্লগারেরর কবিতা নিয়ে বইটি প্রকাশ করেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে...
পান্থ বিহোস জন্য একটা আলাদা ধন্যবাদ তাই।
আর ধন্যবাদ তো মূল উদ্যেক্তা ফারিহান মাহমুদকে অবশ্যই দেবো।
তবে শেষ দুই দিন মেলা তে বইটির অবস্থান হেতু সেল এর বিষয়টি মাঠে মারা গেলেও আশা করি ব্লগাররা বইটির প্রতি আগ্রহ প্রকাশ করেবন।
( আমার ক্যামেরার চার্জার নষ্ট থাকায় ছবি তুলে দিতে পারলাম না, প্রচ্ছদ কিন্তু আসলেই ভালো হয়েছে।)
সবুজ অঙ্গনে যাদের কবিতা প্রকাশ হয়েছেঃ
ফকির ইলিয়াস
নাসরীন সুলতানা
তপন বাগচী
জোবায়ের টিপু
ফারহানা ইলিয়াস তুলি
হামিদা আখতার
মাসুদুল ইসলাম নীল
পারভেজ রানা
তুষার আহসান
মামুন ম. আজিজ
ইয়াসিন কবির
মামুনুর রহমান খাঁন
তনুজা ভট্টাচার্য্য
লাবীব নানকার
বিধান রিবেরু
ইশতিয়াক আহমেদ
এফ. আই দীপু
জাহাঙ্গীর হোসেন অরুণ
মোঃ মোস্তাফিজুর রহমান
নির্ঝর নৈঃশব্দ
তায়েফ আহমাদ
ইকরাম হোসেন
পান্থ বিহোস
লিপু
সারোয়ার হাবিব
ইয়াসিন আরাফাত
এস এম তাহমিদুর রহমান
শেলি রহমান
আরিফুল হোসেন তুহিন
বিশ্বাবসু বিশ্বাস
(বিঃ দ্রঃ-- আমার পথকথা ১০ কবিতাটির শেষ লাইনটি অন্যকবিতাটি থেকে ভুলে মনে হয় চলে এসেছে....একটু কষ্ট পেলাম এই ভুলে)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩