ঘূর্ণিঝড়ের তান্ডবে তাই বদলায় কত মত।
বিবেক কত সুরক্ষিত, চারপাশে তার ঝড়
অনেক কাছে থাকার পরেও তাই যেন সে পর।
শূণ্য সে পায়, তার মাঝে তাই লুপ্ত চেতনা
বিবেকটাকে জাগাতে গেলেই ভীষন যাতনা।
চারপাশে তার ধ্বংস নেশা, তীব্র আলোড়ন
বিবেক যে তাই শূণ্য পথে শান্ত প্রহসন।
বিবেক কাছে টানব ভেবে যুদ্ধ ঝড়ের সাথে
বিবেক কিন্তু ঝড়ের ভেতর ঘুমিয়ে শূণ্য পথে।
যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে যুদ্ধাহতই মন
বিবেক স্বপ্নে বিভোর বলেই বিবেকই বর্জন।
যুদ্ধ চলে , যুদ্ধ চলবেই, ঝড় হারে কি কভূ?
বিবেক নিজেই আড়াল থাকে, সেই কি চতুর প্রভূ?
১৩/০৫/০৮
ছবিঃ মেঘনা নদী চাঁদপুরে আমার তোলা