দূরে তোমার অস্পষ্ট অবয়ব
নগ্ন হাত দুটি যেন রাজহাঁসের ডানা
আর; নূপুরের ক্ষীণ ঝংকারে
পুলকিত আমার সর্বস্ব !
ধীরে ধীরে পৃথিবীর-
সব রুপ ম্লান করে
তুমি আসছ এগিয়ে
তবু এখনো তুমি অনেক দূরে !
নূপুরের উচ্ছলিত ক্ষীণ ঝংকারে -
ছুটে যাই
তোমার ঐ নগ্ন হাতে
হাত রাখবো বলে ।
হঠাৎ বাতাসের গতি থমকে দাঁড়ায়
কালো কালো চঞ্চল মেঘে
আকাশ ঢেকে যায়
প্রকৃতি নিরুৎসব- নিরুত্তর থাকে
তাকিয়ে দেখি তুমি নেই !
আবার দূরে তোমার অস্পষ্ট অবয়ব
চন্দ্রালোকিত রাতে নৃত্যরত
অপস্নরীর ন্যয় অজানা পোষাকে ।
ছুটে যাই ! ছুটে যাই ! বারবার-
কিন্তু আলেয়ার আলোর মত
তুমি লুকোচুরি খেলায় মাতো ।
রিক্ত হস্তে শুধু আমি একা
ফিরে আসি আবার-
এই শুন্য নদীর তটে !