কথায় বলে, “বাদশাহ’র কথা কথার বাদশাহ”। অর্থাৎ বাদশাহ’র কথার এতটুকু মূল্য হবে যে অন্য সবার কথার মধ্যে তার কথাও বাদশাহ বলে প্রমাণিত হবে। আমাদের প্রধানমন্ত্রী সাহেবার ক্রিকেট খেলায় বাংলাদেশের হার নিয়ে বিরোধী নেত্রীকে কটাক্ষ করে ওজনহীন বক্তব্য সবাই হতবাক হয়েছে। তবে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এ ধরনের ওজনহীন বক্তব্য ধারা আমাদের মধ্যে অনেকবারই বয়ে গেছে।
পুজিবাজারে শোষিত হয়ে অনেকেই প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আশান্বিত হয়েছিল। কিন্তু ঐ যে বাদশাহ’র কথা পরিণত হয়েছে ওজনহীন।
আবার মুসলমানদের ভোট প্রাপ্তির জন্য আশার কথা ছিল “আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, ইসলাম বিরোধী আইন করবে না”।
কিন্ত দুঃখের বিষয়, এই কথার ওজনও পৌছে শূন্যের কোঠায়।
১) হাইকোর্টের মাধ্যমে দায় এড়িয়ে পর্দা বিরোধী আইন পাশ করা হয়।
২) সংবিধান থেকে আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেয়া হয়।
৩) আইডি কার্ডের নামে মুসলমানকে গণহারে হারাম ছবি তুলতে বাধ্য করা হয়।
তাহলে কি আমরা আমাদের প্রধানমন্ত্রীর সকল কথাই ওজনহীন মনে করব?
সূত্র