গত ৭ তারিখে গণতন্ত্রের সংজ্ঞা ভুল করার জন্য আব্রাহাম লিংকনকে বার বার ‘বাস্টার্ড’ বলে গালি দিচ্ছিলাম (সে প্রকৃত অর্থেই জারজ)। গিয়েছিলাম নিউমার্কেট। আর রাস্তায় যানযটের বিপাকে পড়ে আটকে রইলাম শিশু একাডেমির সামনে। এমন সময় আমার পাশে এক রিকশা চালক বিরক্ত হয়ে বলল, “এই দুইটারে আর ভোট দিমু না”।
আমি তো আর ভোট দিই না। তাই রিকশায় বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে আব্রাহাম লিংকনের গনতান্ত্রিক সরকারের সংজ্ঞাকে (জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার) বার বার যাচাই বাছাই করছিলাম।
যানযটের মূল কারণ, ৭ই মার্চ উপলক্ষে প্রেসক্লাব-হাইকোর্টের সামনে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে সরকারপক্ষের মিটিং। কিন্তু এদিকে যে প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে এক এক করে চর্তুপার্শ্বে সব রাস্তায় লক্ষ লক্ষ মানুষ যানযটে পড়ে হাহাকার শুরু করে দিয়েছে তা কিন্তু সরকার লক্ষ করছে না। অর্থ্যাৎ জনগণের কষ্ট গণতান্ত্রিক সরকার দেখে না। তাহলে আব্রাহাম লিংকনকে ভুল প্রমাণ করে জনগণের জন্য সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার নয়।
আবার, যদি বলি বাংলাদেশের আইনমন্ত্রী কোন আসনে জনগণের ভোটে নির্বাচিত বা শিল্পমন্ত্রী দিলিপ বড়–য়া কোন আসনে জনগণের ভোটে নির্বাচিত কেউ উত্তর দিতে পারবেন না। কারণ গণতান্ত্রিক সরকার সিস্টেমে কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে পারেন নির্বাচিত না হয়েও। অন্যপক্ষে সরকার পক্ষ যদি ৭০ ভাগ আসন জয় করেও ক্ষমতায় আসে তাহলে বাকি ৩০ শতাংশ জনগণের সরকার কিন্তু নির্বাচিত সরকার নয়। তাহলে জনগণের দ্বারা সরকারও বর্তমান সরকার নয়।
আবার, বাংলাদেশে ৯৭ ভাগ মুসলমানের দেশে বোরকা বা পর্দা বিরোধী আইন হয়েছে। তাহলে বুঝতে হবে, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামী শরীয়তের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী ? কখনই না। এমনকি প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীও মাথায় ঘোমটা দেন। যা অবশ্যই বাঙালীর ধার্মিকতারই প্রতিফলন।
তাহলে বাংলাদেশে বোরকা বিরোধী আইন হল কিভাবে? এর উত্তর অবশ্য অনেকে দিয়ে থাকেন, “ভাই, এগুলো লবিং গ্রুপের এজেন্ডা। এই এজেন্ডা বাস্তবায়নের শর্তেই ক্ষমতায় আসতে হয়। দেখেন না, ইহুদী লবীদের এজেন্ডা মেনে আমেরিকায় বুশ-ওবামা ক্ষমতায় আসে। তেমনি যুক্তরাষ্ট্র-ভারত লবিং গ্রুপের বিশেষ নীতি (ইউরোপীয় ধাচে পর্দা বিরোধী আইন) এই দেশেও বাস্তবায়নের শর্তে ক্ষমতায় আসতে হয়। তাইতো এই আইন”
উপরের বিষয়টি যদি সত্যিই হয়, তাহলে জনগণের সরকারেরও অস্তিত্ব কিন্তু থাকল না, থাকল লবিং সরকারের।
তাহলে বাস্টার্ড লিংকনের গণগন্ত্রের সংজ্ঞাও সম্পূর্ণ ভুল প্রমাণিত হল।
ধূর! সময় বেশি নেই। তাই এসব চিন্তা বাদ দিয়ে, শিশু একাডেমির সামনেই রিকশা থেকে নেমে হাটা ধরলাম.....................
সূত্র
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ রাত ১:২৯