১. নিজের খরচে অনেক কষ্ট করে যারা পথশিশুদের পড়ায় খাওয়ায়, চাঁদা না দেওয়ায় তাদের কে মানবপাচারকারী বলে রিমান্ডে নেয় পুলিশ। মিডিয়ায় সমালোচনার পর বললো থানাকে না জানানোয় আইনভঙ্গ হয়েছে। অথচ ঐ রামপুরা এলাকায় ছাত্রলীগ নেতাদের মাদক ব্যবসা ও দেহব্যবসার খবর মিডিয়ায় আসার পরও তাদেরকে ধরছেনা। এতে করে এটাই বুঝা যাচ্ছে যে, থানাকে জানিয়ে এবং রীতিমত মাসোয়ারা দিয়েই অপরাধ করে যাচ্ছে।
২. মাত্র ১৯মাস বয়সের একটা বাচ্চাকে ধরে থানায় আটকানো হলো। এটাকি কোন মানুষের কাজের মধ্যে পড়ে? অথচ সন্দিপে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন করে হত্যা করলো যুবলীগ নেতা, তাকেও ধরা হলো না!
৩. ছেলের সামনে মাকে বিবস্র ও ধর্ষন করা হলো, আসামী শ্রমিকলীগ নেতা, কয়েক লক্ষ টাকার লেনদেন এর কারনে তাকে ধরা হলো না। এলাকাবাসি প্রতিবাদ করলো কেন গুলিকরে ৩জনকে খুন এবং বহু আহত।
হায়রে পুলিশ! হায়রে আইন, হায়রে মানবতা, হায়রে সমাজ! হায়রে রাজনীতি, হায়রে রাষ্ট্র!
বাকহীনতো আগেই, এখন সবাই অন্ধ, বধির হয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮