সাহিত্য আকাশে উজ্জল তারকা
সাহিত্য কাননে ফুটন্ত ফুল,
যদিও রাখেনি দাঁড়ি
ছিল কোকড়া কালো চুল।
প্রবন্ধ নিবন্ধ সঙ্গীত গজলে
কবি ও কবিতায় যার নাই তুল,
সেই হলো আমাদের
প্রিয় নজরুল।
দুঃখে ভরা জীবন প্রভাত
কষ্ট ছিল সাথে,
বস্ত্র নেই বুকে পিঠে
অন্ন নেই হাতে।
কবিতায় ভরপুর সাম্যের কথা
মেনে নিল কারাভোগ উঁচু রেখে মাথা।
সুরে সুরে বেজে ওঠে
শান্তির শিক্ষা,
পরাধীন জাতি পেল
মুক্তির দীক্ষা।
হাজার গান আর কবিতার সাজে
মরেও অমর তুমি আমাদের মাঝে।
গজলে গেয়েছিলে স্রষ্টার কালাম
তোমার প্রয়ান বর্ষে আমাদের সালাম।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১