এই সাইট -http://pdfcrowd.com/ যে কোনো সাইট/ব্লগ/পোস্ট pdf ফাইল আকারে আপনার পিসিতে সেইভ করে রাখার সুযোগ দেয়(অবশ্যই ফ্রী তে )। কোনো সাইট বা ব্লগ এর কোনো পোস্ট pdf করে রাখতে চাইলে প্রথমে ওই সাইট/পোস্ট এর লিঙ্ক কপি করতে হবে। তারপর ওই সাইটে যেয়ে এড্রেস এর জায়গায় পেস্ট করতে হবে। তারপর কনভার্ট এ ক্লিক করলে কয়েক সেকেন্ড এর ভেতরে আপনার pdf ডাউনলোড করার জন্য তৈরি হয়ে যাবে।
এইটা ত পুরান কাহিনী অনেক সাইটেই করা যাই তাইলে?!
তাইলে?
তাইলে এইবার এদিকে আসেন।
এবার আপনাকে আপনার ব্রাউজার এ ছোট্ট একটা এডঅন ইন্সটল করতে হবে।
মজিলার জন্য এখানে-https://addons.mozilla.org/en-US/firefox/addon/220850/
ক্রোম এর জন্য এখানে-https://chrome.google.com/extensions/detail/kpdjmbiefanbdgnkcikhllpmjnnllbbc
এডঅন ইন্সটল করে ব্রাউজার রিস্টাট দেন। এইবার আপনি এক ক্লিকে যে কোনো সাইট/ব্লগ/পোস্ট pdf আকারে ডাউনলোড করে সেইভ করার জন্য রেডি
মজিলায় এরকম একটা আইকন আসবে।
দেখেন আপনার ব্রাউজার এ একটা আইকন এসেছে। যে পোস্ট কিনবা সাইট pdf পরে সেইভ করতে চান সেই সাইট/পোস্ট এ যান। এইবার ওই আইকনে ক্লিক করেন। কয়েক সেকেন্ডেই আপনার ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আর হা ওই আইকনে ক্লিক করলে আপনাকে অন্য কোনো সাইটে নিয়ে যাবে না। IDM থাকলে IDM লিঙ্ক ক্যাচ করে ফেলবে। নির্বিগ্নে সাইট বা ব্লগ ব্রাউস করে যেতে পারবেন।
টেঙ্কু
হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩১