আমি শান্তি চেয়েছিলাম
ওরা আমাকে শান্তিতে থাকতে দেয়নি।
ভাবলাম,আমি কেন একা অশান্তিতে জ্বলে পুড়ে মরবো?
আমি ক্রুদ্ধ হয়ে অস্ত্র হাতে তুলে নিলাম
ঝাঁজরা করে দিলাম শত্রুদের বুক।
ওরা সংখ্যায় ছিল অনেক,
যুদ্ধ করতে করতে একটা সময় আমি শত্রুদের হাতে কাবু হলাম।
পরাজিত হলাম নিয়তির কাছে।
আমাকে দেখে কাছের মানুষগুলো বলল -ঐ ছেলেটা ত একটা উন্মাদ ছিল।
সাধারন আমাকে দেখে সমাজ বলল -এত এক সাধারন ঘটনা।
তুচ্ছ আমাকে দেখে প্রকৃতি বলল -ওটা আমার একটি ভুল এক্সপেরিমেন্ট।
শুধু কেউ একজন,
শুধু কেউ একজন আমার জন্য
দু ফুটো অশ্রু বিসর্জন দিল।
প্লিজ মা,
তোমার অশ্রুটুকু ধরে রাখো।
ওই দু'ফুটো অশ্রু ই আমার সারাজীবনের একমাত্র অর্জন।