চাকুরীতে আবেদন এর বয়স ৩৫ করে দিয়ে কি হবে, বেকার এর সংখ্যা আরও দিগুন হবে। সবাই মনে করে সরকারি চাকুরী না পেলে সারা জীবন বেকার থাকতে হবে। কিছু একটু চেষ্টা করলেই অনেক ভাল আয় করা যায়, ব্যবসা করে অথবা প্রাইভেট কম্পানিতে চাকুরি করে।
যে ৩০ বছরের মধ্যে চাকুরী পায়না, সে কিভাবে ৩৫ বছরে চাকুরি পাবে। ৩৫ করে দিলেই কি সে চাকুরী নিশ্চিত পাবে? এই গ্যারান্টি কে দেবে? এই আসায় বসে বসে বেকাত্বের সংখ্যা শুধু বাড়িয়েই যাচ্ছে।
কালকের রিপোর্টে দেশে ৪ কোটিরও বেশি বেকার।সরকারি চাকুরি না করলেই কি জীবন বৃথা? কেন, প্রাইভেট কম্পানী তে চাকুরী করে কি দিন যায় না? আমার দেখা একজন প্রাইভেট কম্পানী এর কর্মকর্তার বেতন ৪ লাখ টাকা। আরো একজন মাত্র ৭ বছরের অভিজ্ঞতা নিয়ে ২.৫ লাখ টাকা বেতন পান।
আসলে আমরা মনে সরকারি চাকুরীই চাকুরী আর কোন চাকুরী চাকুরী না।
এসব না করে নিজে কিছু শিখুন, বাবা মা বুড়িয়ে যাচ্ছে তাদের জন্য কিছু করুন। নিজের ভবিষ্যত গড়ুন।
#হ্যাপি_জব_হান্টিং
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৬