ফান করা সবাই পছন্দ করে, এতে আনন্দ পাওয়া যায়। শরীর মন ফ্রেশ থাকে। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভাল না, সেটা ফান হোক বা অন্য কিছু।
ফান করতে করতে করতে ভিডিও গানএর স্যুটিং করা, সেই গান এ মেয়েদের নিয়ে নাচা নাচি করে স্যোসাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন আমাদের বগুড়ার ছেলে হিরো আলম। সবাই লাইক, শেয়ার দিয়ে তাকে আমরা সেলেব্রেটি বানিয়ে দিয়েছিলাম, এর পর তার খেলা শুরু, ঠিক মত কথা বলতে না পারা, হিরো আলম এর ইন্টারভিউ নেওয়া শুরু করে দিল, টিভি রেডিও ও ইউটিউব চ্যানেল গুলো। আসলে এসব এর পিছনে তাদের সার্থটাই মুখ্য। এতে হিরো আলম কয়টা টাকায় বা পেয়েছে, এর চাইতে এলাকায় গিয়ে তার নিজের ব্যবসায় সময় দিলে তার থেকে অনেক বেশী টাকা উপার্জন করতে পারত।
কয়েকদিন ধরেই চোখে পরছে ভারতের মিডিয়া হিরো আলম নিয়ে খুব ঝর তুলেছে, আজকে একটা রির্পোট পরলাম, গুগোল এ নাকি সালমান খান এর চেয়ে আমাদের হিরো আলমকে বেশী খুজা হয়। হিরো আলম এর ফিগার এবং ক্যারিয়ার এর কাছে সালমান খান কিছুই না? সালমাল এর ৩০ বছরের পরিশ্রম করে নাম্বার ১ স্টার হওয়া সবই কি বৃথা গেলো হিরো আলম এর কাছে? ভেরি ফানি।।
সুত্রঃhttp://www.jugantor.com/online/entertainment/2016/12/18/34147/সালমান-à¦à¦¾à¦¨à¦à§-পà§à¦à¦¨à§-ফà§à¦²à¦²à§à¦¨-হিরà§-à¦à¦²à¦®
গতকাল আমাদের অফিসের বার্থডে সেলেব্রেসান পার্টিতে আমাদের ইন্ডিয়ান বস আমাদের কে বলেন, হিরো আলমকে এখনি না আটকাইলে বিশ্ব মিডিয়া বাংলা চলচিত্রকে ভুল বুঝবে। ওনার অনেক ভারতীয় বন্ধুরা হিরো আলম এর ছবি ওনার কাছে পাঠিয়ে জানতে চাচ্ছে উনি হিরো আলমকে চেনে কিনা। তার সাথে দেখা হয়েছে কিনা।
এমনিতেই বাংলা চলচিত্রের অনেক বদনাম আছে, আর তার সাথে এই দুইটা টাকার জন্য এই ধরনের সস্তা বিনোদনে যদি মেনে উঠি তাহলে তো আমরা বিশ্ব মিডিয়ার বাজারে মাথা উচু করে দাড়াইতে পারবনা, কত নামী-দামী পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রীরা অনেক শ্রম দিয়ে বাংলা চলচিত্রকে বিশ্ব বাজারে ভাল মানের সিনেমা-নাটক, শর্ট-ফ্লিম উপহার দিচ্ছে পুরস্কার পাচ্ছে, আমরা যদি হিরো আলম এর মত সস্তামার্কা স্টারদের নিয়ে মাতা-মাতি করি, তাহলে তাদের পরিশ্রমটা বৃথা যাবে, বাংলা চলচিত্র আর কোনদিন মাথা তুলে দারাইতে পারবে না।
আসুন আমরা সবাই মিলে এইসব এর প্রতিকার দাবী করি। আর সুস্থ চলচিত্র এর সাথে থাকি যাতে আমাদের পরিচালক, প্রযোজকরা আরো ভাল মানের চলচিত্র নির্মান করতে পারেন।
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করতে পারবেন।
ধন্যবাদ।।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫