এখন প্রায় ৫০-৬০% লোকের মধ্যে এই ধান্দাবাজি জিনিষটা ঢুকে গেছে। তারা এটা করেই সংসার চালায় বা ব্যাংক ব্যালান্স করে। এটার শেষ কথায়। যারা ধান্দাবাজি করে তারা আসলে ভবিষ্যৎ এর কথা চিন্তা করে না। যে যায়গায় ধান্দা করে সেই যায়গা তো একদিন শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ এ সে কি করে আয় করবে এটা তাদের মাথায় আসে না। ভাই সৎ পথের উপার্জন করে আপনাকে সারাজীবন এর কোন চিন্তা করতে হবে না। সৃষ্টিকর্তা তাদের সাথে থাকেন।
গুন্ডামী মাস্তানী করবেন......?
গুন্ডামী মাস্তানী করে জীবন যাবন করবেন? ভবিষ্যৎ এর কি হবে, দেশকে কি জবাব দেবেন, এ জাতি আপনার কাছ থেকে কি আশা করবে? আপনার সন্তানরা সমাজে কি পরিচয় এ বড় হবে, গুন্ডামী মাস্তানী করে তো অনেক মানুষ জীবন হারায়, সেই দিন কি হবে ভেবেছেন কখনও? আপনার জীবন সঙ্গীনীর কি হবে, আপনার সন্তানদের কে দেখবে কিভাবে বড় হবে ভেবেছেন কখনও? ভাল হইতে ভাই পয়সা লাগে না। একটা সিদ্ধান্ত আপনার জীবঙ্কে সুন্দর করে দিতে পারে। ভবিষ্যৎ নিয়ে ভাবুন। গুনি ব্যাক্তিরা বলে গেছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবা জ্ঞানীর কাজ।
ঘুষ খাচ্ছেন......?
অন্যের টাকা হাতিয়ে নিতে খুব মজা । যে লোকটি কষ্ট করে মেহনত করে উপার্জন করে তার কাছ থেকে বিভিন্ন ধান্দায় টাকা হাতিয়ে নিচ্ছেন, ঘুষ বা ধান্দাবাজি বা ছিনতাই করে। বিসয়টা একবার ভাবুন, সেই টাকা টা আপনার সইবে তো?
একবার কোন ভাবে আমার অনিচ্ছা সত্তেও কিছু টাকা আমার পকেটে চলে আসছিল। কিছুদিন পর কোন কারন ছাড়াই আমার তিনগুন টাকা বের হয়ে গেছে আমার পকেট থেকে। তার পর থেকে আমি আর কখনও সৎ টাকা ছাড়া অন্য টাকার আশা করিনা।
আবার ভাবুন, আপনার ভবিষ্যত, আপনার সন্তান সমাজে কি পরিচয় নিয়ে বড় হবে।
সবাই যখন বলবে একটা ঘুষখোর এর ছেলে-মেয়ে, তখন কি আপনার খুব ভাল লাগবে?
একটি সুন্দর সিন্ধান্ত গড়বে সুন্দর আগামীর ভবিষ্যত। আসুন সবাই মিলে আগামীকে একটা সুন্দর জাতী উপহার দেই, যেন সারা পৃথিবীর কাছে এই জাতী মাথা উচু করে বাচতে পারে।
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮