“পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপঃ।
পিতাহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা।
এর অর্থ হচ্ছে.-
“পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন।”
নির্দিষ্ট কোন ধর্মের কথা বলছি না, প্রতিটা ধর্মেই আছে পিতা-মাতার প্রতি ভালবাসার নির্দেশনা। প্রতিটা বাবা-মারা তাদের সন্তানদেরকে নিয়ে আকাশ ছোয়া স্বপ্ন দেখে। তাদের সন্তানরা যাতে সুখে-শান্তিতে থাকতে পারে, কত কিছুই না করে তার জন্য।
ছোটবেলায় বাবার কাছ থেকে একটা বাই-সাইকেল চেয়েছিলাম, আমি তখনও বুঝতে শিখিনাই আসলে একটা সাইকেল এর জন্য হয়ত ওনাকে তিন থেকে চার মাসের বেতন থেকে টাকা জমিয়ে তারপর সাইকেল টা কিনে দিতে হবে। সাইকেলটা পেয়ে আমিতো তখন রিতিমত পাড়ায় ফেমাস হয়ে গেলাম, আমাকে আর পায় কে। সারাদিন সাইকেল নিয়েই ব্যস্ত। আমার এই আনন্দে বাবা তার কষ্ট ভুলিয়ে ছিলেন।
অথচ বাবা যে একবেলা রুটিকলা খেয়ে সন্তানের এই আনন্দকে কিনে নিয়েছিলেন সেটা কিন্তু বাবা আমাকে বুঝতে দেয়নি কখনো।
আজ বাবা একটু বুড়িয়ে গেছে, আমরা আজ সাবলম্বী হয়েছি, নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারি, তারপরও সন্তান কে কিছু দিতে পারলে ওনার খুশির যেন সীমা থাকে না। বিনিময়ে উনি কিছুই চান না। পৃথিবীর সব বাবা-মারাই ভালবাসার ক্ষেত্রে এমন সার্থপর হয়।
এইকথা গুলো বলার একটা ছোট কারন ছিল, ছেলের হাতে বাবা-মা খুন এটা নতুন কোন ঘটনা নয়। তবে ফরিদপুরে এই ছেলেটি আমায় ব্যথিত করেছে, যে মা তাকে দশ মাস গর্ভে অনেক যন্ত্রনা সহ্য করে জন্ম দিল সেই মাকেই জ্বালিয়ে দিল ? যে বাবা তাকে অনেক কষ্টে একটা মটরসাইকেল কিনে দিল, নতুন মডেল এর বাইক কেনার জন্য সেই বাবাকেই জ্বালিয়ে দিল ? এটাই কি তার মুল্যবোধ?
আমরা জেনেছি কয়েকদিন আগে বড় ভাইয়ের সাথে রাগারাগি করে অসুস্থ মাকে কুপিয়েছে। এটাই কি মায়ের প্রতি তার ভালবাসা?? যে মা তাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, এটাই কি তার প্রতিদান?? এই জাতি তাদের কাছ থেকে কি আশা করবে?
যে বাবা ছেলের দেয়া আগুনে ঝলসে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে জীবন যুদ্ধে পরাজিত হয়েছে, বেচে থাকলে হয়ত এর থেকে আরো বেশি যন্ত্রনা সহ্য করে বাচতে হত। এই ছেলে হয়ত ওনাকে তিলে তিলে শেষ করে দিত। তার থেকে অনেক ভাল হয়েছে যে ঊনি একেবারে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
আপনার সন্তান মানুষের মত মানুষ হচ্ছে কিনা এখনি নজর রাখুন। তানা হলে হয়ত তার দায় ভার আপনার উপরই পড়বে।
সব সন্তানের পিতা-মাতার প্রতি মমত্ববোধ থাকবে এটাই কামনা....
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫