নির্মেঘ, আরেকটা রোদেলা দিন দেখা দেবে কিনা__
রাত সেই শঙ্কা নিয়ে আসে; তখন কক্ষের মধ্যে,
বিছানা-বালিশে, জানালার ওইপাশে, গাছে গাছে
সবুজ আঁধারে, বৈরী তোমার ঠোঁট নম্র হয়ে ওঠে;
মনে হয়: চুম্বন আসন্ন আজ। হয়তো আবারও
কোনও বিলোপন থেকে উড়ে আসবে__ আশ্চর্য,
সুন্দর ফুল, তার ঘ্রাণে ভেসে যাবে ষষ্ঠ-ইন্দ্রিয়।
তখন অলীক জাগে বুকে। যা নেই, তা হয়ে ওঠে
আকাঙ্ক্ষা-বাস্তব; হৃৎপিণ্ড__ হঠাৎ হৃদয় হয়ে
স্বপ্ন দ্যাখে: পৃথিবীতে, কোনওখানে ভালোবাসা আছে।