ধর্ম
আমার বেলায় ধর্ম বেজার
তোমার বেলায় ঠিক
তেলা মাথায় তেল না দিলে
অগ্নি নাস্তিক।
বন্ধু তুমি কেমন মানো
বেদ-কোরানের বাণী
মরিচীকায় ধর্ম চর্চা
ভন্ডামিটাও জানি।
সুদকে তুমি মুনাফা বলো
ঘুষকে বলো লাভ
ধর্মান্ধরা আজীবন ব'য়
অন্ধকারের ছাপ।
উৎসব আর আতশবাজি
আমার বেলায় হারাম
টুপি মাথায় বোমাবাজি
এ কোন হালাল ব্যারাম?
স্রষ্ঠা বানাও পূজো করো
ভাসিয়ে দাও জলে
দূর্গা তোমার হয় কি খুশি
অপচয় হলে?
মুখে তোমার শত হাদিস
শত গীতার বাণী
কাজের... বাকিটুকু পড়ুন