বিএনপির নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরও তাঁর স্বামীর খোঁজ পাওয়া ও উদ্ধারে অগ্রগতি না হওয়ায় তিনি আশাহত। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছু করবেন বলে তিনি এখনো আশাবাদী।
আজ বুধবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীর স্ত্রী তাঁর এ অনুভূতির কথা জানান। রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক বিষয়টি বিবেচনায় এনে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেও তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার সঙ্গে আবার সাক্ষাত্ করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত। প্রথমবার যখন দেখা করেছি, তিনি আমাকে অনেক সমাদর করেছেন, বোন বলেছেন। আশা করি তিনি এটি মনে রাখবেন।’
ইলিয়াস আলীর স্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তাঁর সঙ্গে কেউ কোনো যোগাযোগও করেনি। তিনি বলেন, ‘অদৃশ্য কারণে তারা নিশ্চুপ। কিন্তু কেন, তা আমি জানি না।’
তাহসিনা রুশদীর বলেন, ‘সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পর আমি আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি পাচ্ছি না। এ জন্য আশাহত হয়ে যাচ্ছি।’
বিলম্ব হলেও ইলিয়াস আলীর ব্যাপারে সরকার একটা ভালো খবর দেবে, এমন আশা ব্যক্ত করেন তাহসিনা রুশদীর। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলিয়াসের গুম হওয়ার কারণটি অবশ্যই রাজনৈতিক। কারণ, তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারও দ্বন্দ্ব আছে, এটা আমার জানা নেই।’
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ইলিয়াস আলীর গুমের ঘটনা ঘটেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, ‘দ্বন্দ্ব থাকবেই। গোয়েন্দারা যদি মনে করেন, এ ধরনের কোনো বিষয়, যে-ই হোক না কেন, তাঁকে খুঁজে বের করুক। তাঁকে যারাই তুলে নিয়ে যাক না কেন, সরকারের এটি জানা থাকতে হবে। তাদের অনেক গোয়েন্দা আছে, ক্ষমতা আছে।’
ইলিয়াসকে খুঁজে বের করতে সরকার কোনো ধরনের অবহেলা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, আমি কোনো ধরনের সাড়া পাচ্ছি পাচ্ছি না।’
(প্রথম আলো অনলাইন থেকে কপি পেস্ট)