আলো আঁধারের মাঝে
আমি যাই জোনাক পোকার পিছে পিছে
জোনাকি পালায়।
মিছে মিছে সময়ের ক্ষয়,
যাবতীয় অপচয়,
রোদন অরণ্যে,
অপরাহ্নে আর অবশেষে
বড় অভিমান হয় জীবনের।
আমি ঢের হাসি অচেনা হাসি
অচেনাইতো, নতুবা বলা যায়
সেতো হায় অজানা কারুর মতো।
আহা বড্ড তার দাবী
আমি ভাবি, ঠিক যেন আপনার মতো
তার অবিরত অভিমান।
আমি ছোট প্রাণ হাপিয়ে উঠি
অচেনার সাথে
জানো তো আনাড়ি বরাবর।
খেলা অতপর শেষ... বাকিটুকু পড়ুন
