পাপ পূন্যের কথা আমি কারে বা শুধাই,
একদেশে যা পাপ গণ্য অন্য দেশে পূন্য রে তাই |
শুকর গরু দুটি পশু .. খাইতে বলেছেন যিশু,
তাই শুনে কেনো মুসলমান হিন্দু পিছেতে হটায় |
তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে,
এ দেশে তা হলে পরে ব্যাভীচারির দন্ড দেয় |
দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে,
লালন বলে ...।
সূক্ষ জ্ঞানের বিচার করে ,পাপ-পূন্যের নাই বালাই
শুনুন
---------------------------------------------------------
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!
একেক দেশের একেক ভাষা কয় খোদা পাঠায়?
এক যুগে যা পাঠায় কালাম,
অন্য যুগে হয় কেন হারাম!
এমনি দেখি ভিন্ন তামাম! ভিন্ন দেখা যায়!
যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না!
মানুষের সকল রচনা, তাই যে ভিন্ন হয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!
একেক দেশের একেক বাণী,
পাঠান কি শায়-গুণমণি?
মানুষে রচিত জানি, মানুষে রচিত জানি লালন ফকির কয়!
ও হায়রে, লালন ফকির কয়!
কি কালাম পাঠাইলেন আমার শাহী দয়াময়!
শুনুন
[ব্লগে রুচিহীন অসভ্য বরবর ধর্মিয় একটি ফতোয়া নিয়ে যে বিশ্রি কথাবর্তা চলছে তার জবাব ১০০ বছর আগে লালন এইভাবেই দিয়ে গেছেন]