ইউসুফ(আঃ) আর যুলেখার কিচ্চা গান ছোটবেলা থেকেই শুনে আসছি। একটা গানের দুটো লাইন ছিলো " প্রেম করেছেন ইউসূফ নবী, তার প্রেমেতে জুলেখা বিবি"।
প্রেম করতেই পারে সমস্যা কি তাই না, আসলে সমস্যা হলো যখন হুজুরে কিচ্চা না শুনে নিজে কোরআনের সূরা ইউসূফ পড়েছি। কোরানের এই সূরায় স্পষ্ট ভাবে যুলেখাকে ব্যাভিচারিনি বলা হয়েছে। কোরআনে বর্নিত আছে যুলেখার স্বামী থাকাকালীন নিজ গৃহে দাস ইউসূফ(আঃ) এর সাথে লটপ পটর করতে চেয়েছিলো। যুলেখার সাথে লটর পটর না করার কারণে তাকে জেল খাটতে হয়েছিলো।
কোরআন হাদিছের কোনো বর্ননা দারা যুলেখাকে ইউসূফ(আঃ) এর বিবি বলে প্রমানিত হয়নি বরং ব্যাভিচারিনি হিসাবে দেখানো হয়েছে।
কোরআনের কোনো আয়াতের বিরোধিতা করলে কি ইমান থাকে নাকি ইমান চলে যায়।
ইমান ধরে রাখতে হলে হুজুরের কিচ্চা আর গানের কথা না মেনে যুলেখাকে ব্যাভিচারিনি হিসাবে মানতে হবে। যদিও অনেকের এটা মানতে কস্ট হবে।
#কোনো ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন!!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫