ভালবাসার কোরাস
রতির চোখের তারায় উন্মুক্ত নেঁচে বেড়ায় মদনের প্রেম। কিউপিডের ছোড়া তীরে সাইকির বুকে জ্বলে অতৃপ্ত হেম। কত রাত জেগে চন্ডীদাস হ্নদকমলে আগ্রাসী ছিপ ফেলে, একবার আসে যদি রজোকীনি এ পথভুলে। কৃষ্ণের বাঁশিতে অহরহ সেই সুর ছুঁতে চায় রাধিকার মন, শাজাহান গড়ে তোলে প্রেম দিয়ে অমর সিংহাসন। অ্যান্থনী ভস্ম হলো ক্লিওপেট্রার... বাকিটুকু পড়ুন