এ বছর ফেব্রুয়ারি মাসে এই ব্লগে আমার লেখালিখি শুরু। যদিও আমার পরিসংখ্যানে "ব্লগ লিখেছি: ২ বছর ৮ মাস" লেখা আছে। সেটি ছিল আমার রেজিষ্ট্রেশনের তারিখ। পারিবারিক কিছু সমস্যার কারণে অনেক পরে লেখালিখি শুরু করি।
প্রথম তিনটি পোষ্ট একেবারেই ভালো হয়নি দেখে (ফেব্রুয়ারি ও মার্চে লেখা) পরবর্তীতে মুছে ফেলি। বাকী ১৪টি মোটামুটি হয়েছে। এর মধ্যে আমার লেখা "কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন" সিরিজ এর ষষ্ঠ পর্ব একক পোষ্ট হিসাবে, কিছুক্ষণ আগে এক লক্ষ + (১০০,০০০+) হিট অর্জন করল।
অনেকের কাছে এটি হয়ত একটি সাধারণ অর্জন, কিন্তু আমার মত নতুন ব্লগারের কাছে বিশাল ব্যাপার। আর এ সবই সম্ভব হয়েছে আপনাদের সকলের জন্য। ধৈর্য্য ধরে আপনারা আমার লেখা পড়েছেন, উৎসাহ যুগিয়েছেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এ জন্যেই আমি আমার লেখা অনবরত চালিয়ে যেতে পেরেছি।
আপনাদের প্রতি আমার এ কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, তবুও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আর আমি কৃতজ্ঞ আমার স্ত্রীর কাছে, যার ভালোবাসা ও উৎসাহ আমাকে সারাক্ষণ অনুপ্রেরণা যুগিয়েছে। আমার এ ক্ষুদ্র অর্জন আমি তার উদ্দেশ্যে উৎসর্গ করলাম।
ধন্যবাদ সবাইকে আর বিশেষ ধন্যবাদ সামু ও এর সাথে জড়িত সকলকে।
এই সিরিজের পোষ্টগুলিঃ
১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৪।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৪
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৬