বহুল প্রচলিত এই হাদীসটির নাকি কোন সত্যতা নেই । আবু’ল ফারাজ ইবনে আল জাওয়াযি এবং আবু হাতীম মুহাম্মাদ ইবনে আল-তামিমি আল-দারিমি আল-বুস্তি নামক দুইজন প্রখ্যাত হাদীস গবেষক বর্ণনা করেছেন উপরোক্ত হাদিস টির কোন সত্যতা নেই । মূল বাক্যটি আরবীতে বলা হলেও এটি নাকি কোন হাদীস নয়, এটি পরবর্তীকালের কোনো মুসলিম মণীষীর বাণী ।
আসল কথা হচ্ছে এটি হাদীস না হলেও এখানে চীনের কথাই কেন বলা হোল, তারপরও আরবের মত দেশের একজন মুসুলমানের মুখ থেকে ? তাহলে আসুন জেনে নেই জ্ঞানার্জনের জন্য চীন নামক দেশটির কথাই কেন বলা হোল ।
সূত্রঃ
http://en.wikipedia.org/wiki/Abu'l-Faraj_ibn_al-Jawzi
http://en.wikipedia.org/wiki/Ibn_Hibban
চীন সবচাইতে প্রাচীন সভ্যতা যা এখনও টিকে আছে
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গুলোর মধ্যে একটি হচ্ছে চৈনিক সভ্যতা । যীশু খৃষ্টের জন্মের প্রায় দুই হাজার আটশত বছর আগে এ সভ্যতার উত্থান । মায়ান সভ্যতার উত্থান চৈনিক সভ্যতা থেকে আরও দুইশত বছর পর । কত পুরোনো রে বাবা !
সর্বপ্রথম কাগজ আবিষ্কার ও মুদ্রণ শিল্প
যীশু খৃষ্টের জন্মেরও প্রায় দুইশত বছর আগে থেকে চীনে কাগজ ব্যবহার হয়ে আসছে । মুদ্রণ শিল্পের উত্থান এই চীন থেকেই ।
ধূমকেতু আবিষ্কার
১৭০৫ খৃষ্টাব্দে হ্যালী কর্তৃক ধূমকেতু (হ্যালীর ধূমকেতু) চিহ্নিত হবার অনেক আগেই, যীশু খৃষ্টের জন্মের প্রায় দুই শত চল্লিশ বছর পূর্বে চীনা জ্যোতির্বিদেরা এই ধূমকেতু চিহ্নিত করেছিলেন ।
চা আবিস্কার
যীশু খৃষ্টের জন্মের দুই হাজার সাতশত সাইত্রিশ বছর পূর্বে চীনে সর্বপ্রথম চা আবিষ্কার হয় এবং তখন থেকেই চীনারা চিকিৎসার কাজে চা পাতা ব্যবহার করে আসছে ।
ক্যালেন্ডার আবিস্কার
দিনপঞ্জী বা ক্যালেন্ডার । চীনারা ব্যবহার করে আসছে যীশু খৃস্টের জন্মের প্রায় বারশত বছর আগে থেকেই । এই ক্যালেন্ডার ওরাকল বোন ক্যালেন্ডার (Oracle Bone Calendar) নামে পরিচিত ।
চীনা চপষ্টিক
যীশূ খৃষ্টের জন্মের প্রায় এক হাজার বছর আগে মিশরীয়রা সর্বপ্রথম চামচ আবিষ্কার করে । আর এরও প্রায় এক হাজার বছর আগেই চীনারা খাবার দাবারের জন্য চপষ্টিক ব্যবহার করে আসছে ।
গুলাবী গ্যাং (Gulabi gang)
চীন নিয়ে তো অনেক চেঁচামেচি হোল, এবার বলি আমাদের এই পাশের ভারতীয় সভ্যতা কি কম পুরনো ছিল নাকি ? এই সভ্যতার কথা আরেকদিন বলব, আজকে যেটা বলব তা হচ্ছে এই বর্তমান ভারতেই একটি গ্যাং আছে, নাম গুলাবী গ্যাং । ভারতীয় নারীদের নিয়ে গঠিত এই গ্যাং এর কাজ কি জানেন ? যেসব স্ত্রীদের স্বামীরা তাদের ওপর আক্রমণাত্মক সেই সব স্ত্রীরা এই গুলাবী গ্যাং এর সাথে যোগাযোগ করে । অতঃপর একদিন সময় সুযোগ বুঝে এই গুলাবী গ্যাং এর সদস্যরা এসে সেই স্বামীকে ইচ্ছে মত ঝাড়ু পেটা করে যায় । বলি, স্বামীরা তো একটু আধটু খারাপ ব্যবহার করতেই পারে, তুমিও বাড়ির দরজাটা বন্ধ করে একটু আধটু ঝাড়ু পেটা করে দাও ! তা না, রীতিমত গ্যাং দিয়ে ঝাড়ু পেটা ! হায়রে স্বামী ! কেন যে বিয়ে করেছিলেন ? এর চেয়ে লন্ডনে গিয়ে ব্ল্যাক ক্যাব চালান তাও ভালো ।
লন্ডনে ব্ল্যাক ক্যাব চালাবেন ? চালান !
অন্য মহিলাদের কাছে ঝাড়ু পেটা খেয়ে তো বৌয়ের ওপর অভিমান করে বৌ ফেলে লন্ডন চলে গেলেন, ব্ল্যাক ক্যাব চালাবেন ? ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে যে ? বেশী কিছুনা, ঐ ড্রাইভিং এর পরীক্ষা আর কি ? গাড়ী চালিয়ে দেখানোর আগে লন্ডনের পঁচিশ হাজার রাস্তা আর পঞ্চাশ হাজার পয়েন্টগুলো ভালভাবে মুখস্ত করতে হবে, এই টুকুই । কি বললেন ? এর চেয়ে দেশের মহিলাদের হাতে ঝাড়ু পেটা খাওয়াই সহজ ? তা খান না ! আমার কি ?
গুলাবী গ্যাং আসলে টয়লেটে বসে থাকুন
ওসব লন্ডন ফন্ডন এ গিয়ে ব্ল্যাক ক্যাব চালানোর চেষ্টা করার চেয়ে বরং দেশেই থাকুন । আর যদি মাঝে মাঝেই বাসায় গুলাবী গ্যাং আসে তবে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকুন ! কতক্ষণ আর অপেক্ষা করবে ওরা ? অন্য স্বামীদের ঝাড়ু পেটা করতে হবে না ? কিছুক্ষণ অপেক্ষার পরেই ওরা চলে যাবে, খুব বেশী হলে আপনার বৌকে বলে যাবে যে আপনি টয়লেট থেকে বের হলেই ওদেরকে যেন খবরটা দেয়, এই তো ? এই সময়ে আপনি বরং আপনার টয়লেট টা সেরেই ফেলুন । ও আচ্ছা, ওখানেও তো সমস্যা ! আপনি জানেন ? আপনার এই বারবার টয়লেটে যাওয়া আর তার জন্য যে পরিমাণ টয়লেট টিস্যু ব্যবহার করেন সে জন্যে প্রতিদিন কতগুলো গাছ কাটা পড়ে ? – প্রায় সাতাশ হাজার ! বলি, সব দিক বিবেচনা করে বিয়ে না করাই ভালো ।
অতএব মানুষ বিয়ে না করাই ভালো ?
অতএব বিয়ে না করাই ভাল । আর করলেও যারা গুলাবী গ্যাং খবর দিতে পারবে না, তাদের বিয়ে করলেই তো হয় ! এই উদ্দেশ্য মাথায় রেখেই কি ২০০৭ সালে ভারতের তামিলনাড়ু প্রদেশে
তেত্রিশ বছর বয়স্ক সিলভাকুমার একটি মাদি কুকুরকে বিয়ে করেছিলেন ? তিনি অবশ্য তা বলেননি, তিনি যা বলেছিলেন তা হছে বিভিন্ন অভিশাপ থেকে মুক্ত হবার জন্য তিনি এ বিয়ে করেছেন । যাই হোক এখানে গুলাবী গ্যাং এর কোন ভয় নেই কিনা তা অবশ্য জানা যায় নি ।
মেয়েরাও পারে !
শুধু তোমরা পুরুষেরাই পারো ? আমরা মেয়েরা পারি না ? অতঃপর ২০১৪ সালে পূর্ব ভারতের
ঝাড়খান্দ-এ ১৮ বছর বয়স্ক মাংলি মুন্দা নামের আঠার বছর বয়স্ক একটি মেয়েকে বিয়ে দিয়ে দেয়া হোল একটি মদ্দা কুকুরের সাথে ! এখানেও নাকি একই ব্যাপার, দুষ্ট আত্মার কবল থেকে মুক্ত হবার জন্যই নাকি মেয়েটির বিয়ে কুকুরটির সাথে দেয়া হয়েছিল । নীচের প্রথম ছবিটি দেখুন – মেয়েটির সাথে কুকুরটির বিয়ে হচ্ছে ।
আর দ্বিতীয় ছবিটি দেখুন – বিয়ের সময়েই কুকুরটি ঘুমিয়ে পড়েছে । আমারতো মনে হয় ঘুমিয়ে পড়েনি, অজ্ঞান হয়ে গেছে ! কুকুরের ষষ্ঠ ইন্দ্রিয় (Sixth Sense) আবার মানুষের চেয়ে অনেক প্রবল কিনা ! ও ঠিকই টের পেয়ে গিয়েছে বিয়ের মজা কি ?
আরও অদ্ভুৎ বিয়ে
এ তো গেল ভারতের কথা । ফ্রান্সে নাকি মৃতদেরও বিয়ে করা যায় ! বলি, মরে যে একটু শান্তি পাবো, এখানে তো তাও নেই দেখছি ?
এ তো আরও এক কাঠি ওপরে
এতো গেল গুলাবী গ্যাং এর কাছে ঝাড়ু পেটা হওয়া আর মানুষ ব্যাতীত অন্য প্রাণী বিয়ে করার ইতিহাস । বলি, আমেরিকান এয়ার ফোর্সের একজন সদস্য এরিকা (Erika Eiffel), সে তো ২০০৮ সালের এপ্রিল মাসে পুরদস্তুর আইফেল টাওয়ার টিকেই বিয়ে করে ফেললেন ? নীচের ছবিটিতে দেখুন প্রিয়তমা স্ত্রী চুমু খাচ্ছেন প্রিয়তম স্বামীকে(!) ওফ্, মানুষেরা পারেও বটে !
বিয়ে ও স্ত্রী সম্পর্কিত একটি হাদীস
শেষ করছি স্ত্রী সম্পর্কিত একটি হাদীস দিয়ে । ভালো থাকুন সবাই । ধন্যবাদ ।
চলবে -
এই সিরিজের অন্যান্য পোষ্টগুলিঃ
১। কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১
২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-২
৩।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৩
৫।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৫
৬।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৬
৭।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭
৮।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৮
৯।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৯
১০।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১০
১১।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১১
১২।কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-১২