এভাবে প্রেম প্রেম খেলা শেষে
তোমার নুয়ে পড়া যৌবন,
মরে যাওয়া খেজুর গাছ, কেবল জ্বালানী,
সামাজিকতায় অন্যের ঘর, কেবল বংশবিস্তার।
আফসোস, তুমিও চাঁদ দেখেছিলে সেদিন পূর্ণিমায়,
অথচ দিনের মতো আলোতেও এক টুকরা জোছনা পাইনি।
আমি দেখেছি কিভাবে অর্থ লুটেপুটে খাচ্ছে তোমায়,
সমাজে ট্রেণ্ড বলে একটা কথা আছে; ইমরান!!
তুমি ট্রেণ্ড ট্রেণ্ড বলে,
সব কিছু নিলামে তুলে দিলে।
প্রেয়সী;
তুমি কি ব্যবসায় ব্যবহৃত বিজ্ঞাপন?
তোমার একমাত্র ভরসা লাবন্য, রুপ যৌবন?
মনে পড়ে প্রিন্সেস ডায়নার কথা?
আমি দেখেছি পশ্চিমা সমাজ কিভাবে
রাতকানা রোগীকে জনমকানা করে দেয়।
তুমি কি জনম- কানা হয়ে গেলে?
আফসোস করি,
এ পৃথিবীতে শ্রেষ্ঠ সুন্দরী হয়ে তোমার কি লাভ?
তোমার সৌন্দর্য বিজ্ঞাপন হয়ে মুনাফা বাড়াচ্ছে ব্যবসায়।
এভাবে লাভ - ক্ষতি খেলা শেষে,
তোমার নুয়ে পোড়া যৌবন
যৌবনের অর্থই একমাত্র অবলম্বন।
সুনাম? পত্রিকার শিরোনাম? ফ্যাশনের আইকন?
ইস!!!!
ওসব তোমার রূপের ছিলো,
তুমি তোঁ এখন মৃতপ্রায় যৌবন।
আমি বলছিনা তুমি বিলবোর্ডে স্থান পাবেনা,
তুমি সেখানেই যাও, যেখানে তোমায় মানায়
দ্যাখো, মাদার তেরেসা সারা বিশ্বে
বিলবোর্ড, ফ্যাশন, ব্যনার, আইকনে শোভা পায়।
সুবহে সাদিক
৫ নভেম্বর ২০১৭
উত্তরা, ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫৪