সে অসম্ভব সুন্দরী, মানুষের চোখে।
আমার চোখে একদিন অসম্ভব সুন্দর লেগেছিল,
যেদিন কামনার চোখে তাকিয়েছিলাম।
তার চোখে আমি ছিলাম
নিজকে নিজে দেখেছিলাম
সে ছিল আরশি হয়ে।
তবে কি আমি আমাকেই ভালবেসেছিলাম?
সে বলেছিল, আপনি স্বার্থপর, তবে তাই।
আমাকে তোমার করে ভাবার মত বোকা আমি নই।
বরং তুমি সার্টিফিকেট দ্যাখো,
আভিজাত্য আর ব্যাংকের হিসেব রাখো, দেহে সুখ পাবে।
দেখেছি, অধিক অনাহারে থাকা মানুষ
হাতের খাদ্য পেলে কিভাবে খায়?
হাতের কব্জি ছাপিয়ে, মুখমণ্ডল, কিছু খাদ্য মাটিও পায়।
আমি মাতাল ছিলাম প্রেমে, মদ খেয়ে নয়,
তুমি দেবী হয়ে এসেছিলে, নেশা হয়ে নয়।
তাকে পেয়েছিলাম হেমন্তের শেষে;
এসেছিল শীতের হাওয়া হয়ে শিউলির ফুলে,
সুবাস ছড়িয়েছে, আমি সুবাস নিয়েছে ভুলে।
সারাংশেঃ
আরশিকে আমি ভালবেসেছিলাম,
বোকা হয়েছিলাম,
মাটির সাথে মিশে খুজেছিলাম,
দেবীর আসনে বসিয়েও দিলাম, শিউলি ফুলে পুজো দিলাম।
তুমি ই বলো, স্বর্গের দেবী মর্তের মানুষের প্রেমে পড়ে কখনো?
(বিঃ দ্রঃ পেঞ্চিলে আঁকা তার ছবিটাতেঁ আজ লাল লিপিষ্টিক পড়িয়ে দিলাম)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৫