অসমাপ্ত গল্প
হাজার সকাল কিংবা রাতের ভেতরে প্রতিদিন সকাল ও রাতেরা মৃত। এই যে একেকটা পূর্ণাঙ্গ গল্প, সচল বায়োস্কোপ, জন্মের সার্থকতা- জড় পদার্থের মতো চিরকাল পাথরের আবরণে নিথর। শব্দহীন শব্দের ভেতর এখানে আমার নিরন্তর গতিময়তা। কোন দায়বদ্ধতা থেকে নয়, চাতক তার নিজের প্রয়োজনে আজীবন মেঘের প্রেমিক। আত্মীয়-বান্দব-পরিজনের আত্মীক নৈকট্য ধুলোয় পড়ে থাকে,... বাকিটুকু পড়ুন