আপনার অনুভুতি কি যখন "কিছু মানুষ আপনাকে ধরে রেখেছে, যেখানে একজন আপনার গলায় ছুরি চালাচ্ছে " !!
চিন্তা করুন : "দুনিয়াতে কোনো প্রাণীর উপরে অবিচার করাতে কাল কেয়ামতের ময়দানে সেই প্রাণীগুলোকে আপনার উপরে তাদের প্রতিশোধ নিতে বলা হলো।"
আপনি কি জানেন : "কোনো পশুর সামনে যখন তার জ্ঞাতিপশু ভাইকে জবাই করা হয়, তখন নিজের আশু পরিণতির কথা ভেবে (ভয়ে/স্ব-অনুভুতির কারণে) তার অন্তর/হৃদপিন্ড (লাল/গোলাপী থেকে) কালো বর্ণ ধারণ করে (কালো হয়ে যায়) ??
পশু জবাইয়ের সময় তাদের প্রতি সদয় হোন/আদর করে তাদেরকে সহজ করে নিন (কোরবানির সুন্নাহ জেনে নিন), তারাও তাদের ভাষায় কথা বলে/অনুভুতি আদানপ্রদান করে।
# আল্লাহ বলেন : "হে আমার বান্দারা! আমি নিজের ওপর জুলুম হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও তা হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পরের ওপর জুলুম করো না।" (হাদিসে কুদসী, সহিহ মুসলিম, তিরমিজি)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩