আমরা চিত্কার করে বললেও অনেকেই শুনবেন না, আমরা চিত্কার করে কাওকে বোঝাতে গেলেও ওরা মানবে না।
# তবে আমরা "এগুলো এই জন্যে করি, যাতে কাল আমাদের আসেপাশের মানুষেরা আমাদের দোষারোপ করতে না পারেন কিংবা আমাদের টুটি ধরে জান্নাত থেকে জাহান্নামে না ফেলার আহবান জানান", নিত্সন্দেহে আমাদের মাধ্যমে আপনাদেরকে "সতর্কবাণীর অনেক সতর্কবার্তা" পৌছে দেওয়া হয়েছে যার সাক্ষী কাল উপস্থাপন করা হবে। অথচ আমরা আমাদের নিজেদের বাচাতে ব্রত যার বিনিময় বিশ্ব-প্রতিপালকের কাছে।
‘বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী। বলুন, এটি এক মহাসংবাদ’ - (ছোয়াদ ৬৫-৬৭)।
‘আপনি তো কেবল একজন সতর্ককারী। আমি আপনাকে সত্য ধর্মসহ পাঠিয়েছি সংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোন সম্প্রদায় নেই যাতে সতর্ককারী আসেনি’ (ফাতির ২৩-২৪)।
‘হে নবী! আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তাঁর দিকে আহবায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে। আপনি মুসলমানদের সুসংবাদ দিন যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। আপনি কাফের ও মুনাফিকদের আনুগত্য করবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করুন ও আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ কার্যনির্বাহী রূপে যথেষ্ট’ (আহযাব ৪৫-৪৮)।