ভূমিকম্প কোনো নিছক প্রাকৃতিক ঘটনা না, এটি একটি আজাব/গজব :
'(হে মানুষ) যে বিপদণ্ডআপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই এবং (তা সত্ত্বেও) আল্লাহ তায়ালা তোমাদের অনেক (অপরাধ এমনিই) ক্ষমা করে দেন।' (সূরা আশশুরা : ৩০)
# '(আসলে) আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে শাস্তির) নিদর্শনগুলো পাঠাই।' (সূরা ইসরা : ৫৯)
# 'বলো, আল্লাহ তায়ালা তোমাদের ওপর, তোমাদের ওপর থেকে (আসমান থেকে) অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দল-উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম।' (সূরা আল আনআম : ৬৫)
# “তোমরা কি (এ ব্যাপারে)ভাবনামুক্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে। না তোমরা (এ ব্যাপারে) নিশ্চিন্ত হয়ে গেছ যে, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন, অতঃপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী।”
[সুরা আল-মুলকঃ ১৬-১৭]
# (১) যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
(২) যখন সে তার বোঝা বের করে দেবে
(৩) এবং মানুষ বলবে, এর কি হল ?
(৪) সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
(৫) কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
(৬) সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
(৭) অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
(৮) এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। - (যিলযাল
“যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাষ করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে, (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), যাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে, জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)।"
-
-
-
আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত,
জামে তিরমিযি
হাদিস নং – ১৪৪৭।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬