একসময় বলতাম : "প্রাকৃতিক দুর্যোগের সাথে ধর্মকে মিলাবেন না, ইহা কেবলি এক একটি প্রাকৃতিক ঘটনা", কিন্তু পরবর্তিতে কিছু পর্যালোচনা আমার এই ধারণা পুরো ৩৬০ ডিগ্রী এঙ্গেলে পরিবর্তন করে দিয়েছে। সুনামি সহ প্রাকৃতিক দুর্যোগগুলো কেন হয়/হচ্ছে, সেই কারণগুলো আজ স্পষ্ট।
# যারা আল কোরান বা পূর্বের আসমানী গ্রন্থগুলো পড়েন, তারা অনায়াসে জানবেন যে "স্রষ্টা পূর্বের সৃষ্টি(সম্প্রদায়কে)কে সমূলে ধ্বংশ করেছেন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আর এইগুলার বর্ণনা স্বয়ং আল্লাহ নিজে করেছেন আল কোরানে বা পূর্বের অবিকৃত আসমানী গ্রন্থগুলোতে" এরকম কিছু ঘটনা নিম্নরূপ :-
১. লুতের (আ) এর সম্প্রদায়কে ভূমিকম্প, মেটেল প্রস্তর বর্ষণ এবং উল্কাপিন্ডের নিক্ষেপের মাধ্যমে ধ্বংশ করে দেওয়া হয়েছে ; ধ্বংশ করে দেবার কারণ : সমকামিতা এবং নাফরমানি
২. শক্তিশালী জাতি আদকে "সাত রাত ও আট দিনব্যাপী" প্রবাহিত প্রবল ঘুর্নিঝর এবং বজ্রপাতের মাধ্যমে ধ্বংশ করে দেওয়া হয়েছে; ধ্বংসের কারণ : শিরক ও মূর্তিপূজা, অহংকার এবং নাফরমানি
৩. প্রভাবশালী সমুদ জাতিকে "ভূকম্পন,বিদ্যুতের চমক ও প্রচন্ড শব্দে"র মাধ্যমে ধ্বংশ করে দেওয়া হয়েছে; কারণ : বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং নাফরমানি
৪. হযরত শুয়াইয়েব(আ) এর সম্প্রদায়কে "ভূ-কম্পন ও অগ্নিবৃষ্টি" মাধ্যমে ধ্বংশ করে দেওয়া হয়েছে; ধ্বংসের কারণ : মাপে কম দেওয়া, ঠকানো/প্রতারণা এবং নাফরমানি
# সর্বমোট ১ লাখ ২৪ হাজার (মতান্তরে ২২৪০০০ জন) এর মধ্যে আল্লাহ মাত্র ২৫ জন নবীর কথা আমাদের সামনে এই জন্যে তুলে ধরেছেন, কারণ আমরা সেগুলোর মুখোমুখি হবো/হচ্ছি।
"আমি ধ্বংস করেছি আদ, সামুদ, কপবাসী এবং তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে।আমি প্রত্যেকের জন্যেই দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পুর্ণরূপে ধ্বংস করেছি।" [সূরা আল-ফুরকান - ৩৮, ৩৯]
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬