আমরা কথা বলার সময়ে উদাহরণ হিসাবে "গরু, ছাগল, গাধা, ভেড়া, লম্পট , চম্পট, বাল, আবাল, বদ"সহ নানা উদাহরণ টেনে এনে কথাগুলোকে অলংকৃত করি , কিন্তু আজ অবধি কাওকে দেখবেন না "মশার উদাহরণ টানতে"। অথচ আপনি কি জানেন :- মশা নামক কীটটি কি যোগ্যতা বলে গুনে গুনিয়ান ?
১. এর ১০০ টি চোখ আছে, দাত আছে ৪৮ টি, তিনটি পূর্ণাঙ্গ হৃদপিন্ড আছে, উভয়দিকে ৩ টি করে মোট ৬ টি আছে ডানা
২. এর নাকে ৬ টি ধারালো ছুরি আছে যার এক একটির ব্যাবহার একেক রকম
৩. এর শরীরের ভিতরে ডিজিটাল X-RAY মেশিন আছে যার মাধ্যমে মশা অন্ধকারেও শিকারের চামড়ার লক্ষবস্তু নির্ধারণ করতে পারে
৪. এর দেহে ছোট একটি টিকা/ভ্যাকসিন চেম্বার আছে যা "শিকারের দেহে এর সুচ ফুকালেও" এটির শরীরে কোনো ধরনের ব্যাথা বা ক্ষতিকর প্রভাব অনুভূত হতে দেয় না
৫. রক্ত পরীক্ষা করবার জন্যে এর দেহে রয়েছে "রক্ত পরিমাপক যন্ত্র", কেননা মশা সকল ধরনের রক্ত পছন্দ করেনা।
৬. রক্ত প্রবাহ দ্রুত করতে এর দেহে রয়েছে স্পেশাল মেকানিজম/যান্ত্রিক পদ্ধতি
৭. মজার ব্যাপার হলো (সম্প্রতি আবিষ্কার) : এর মাথায়েও এক অতি ক্ষুদ্র কীটাণু (Microscopic Insect) বসবাস করে
আরো অনেক অনেক কিছু আছে , যা বলে শেষ করা যাবেনা !!
তাইতো আল্লাহ বলেন : "আল্লাহ তা'আলা মশা কিংবা তার চেয়েও ছোট কিছুর উদাহরণ দিতেও লজ্জ্বাবোধ করেন না; যারা বিশ্বাস স্থাপন করে, তারা জানে যে, এই সত্য তাদের মালিকের পক্ষ হতেই এসেছে; আর যারা সত্য অস্বীকার করেছে, তারা বলে, আল্লাহ এ উদাহরণ দিয়ে কি বুঝাতে চান?
একই ঘটনা দিয়ে আল্লাহ অনেক লোককে গোমরাহীতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি এ দিয়ে হেদায়াতের পথও দেখান। আর এর মাধ্যমে তিনি কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন।" - ( সুরাহ আল-বাকারাহ : ২৬)
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪