আমরা যারা ফিনল্যান্ডের অতি কম বয়সে এসেছি (যুবক), তাদের সবচেয়ে বড় যেই সিদ্ধান্তহীনতা চোখে পরে, তা হলো : "পড়াশোনা শেষে ফিনল্যাণ্ড থাকবো নাকি দেশে ফিরে যাবো ??"
# এতে এই দলটির যে সকল ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেগুলো হলো :
১. তারা না ফিনল্যান্ডের জন্যে নিজেকে প্রস্তুত করে তুলতে পারছে, না বাংলাদেশের জন্যে !!
২. তারা দুই দেশের কোনো দেশেরই কাজের গতি/ধারা/সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না
৩. অনেকটা হতাশায় ভুগে
৪. ভাষায় জোর না দিয়ে অলস সময় কাটায়, পরিশেষে ভালো কাজ না পেয়ে আরো হতাশ হয়ে পরে।
৫. ভবিষ্যতকে যথাযথভাবে তৈরী করতে ব্যার্থ হয়ে পরে
ফিনল্যান্ডে আমি এমন মানুষ খুব কমই দেখলাম, যারা জোর গলায় বলতে পেরেছে : "দেশে আরক্যারিয়ার গড়বো না, ইউরোপে ক্যারিয়ার বানাবো ", এই দলটিকে আমি সাধুবাদ জানাই যে এদের কাছে তাদের লক্ষ্য এবং অর্জন পরিষ্কার।
আর যারা এখনো নিজেদের ভবিষ্যত নিয়ে সন্দিহান, তাদের ব্যাপারে আমার কিছু পরামর্শ থাকবে :
১. প্রথমেই ঠিক করুন : আপনি কি করবেন /কি করতে চান/ কোথায় থাকতে চান/কতদিনের জন্যে থাকতে চান। আপনার হাতে অপসন আছে তিনটা :
ক. ফিনল্যান্ডে থাকা
খ. বাংলাদেশে থাকা
গ. পাসপোর্ট নিয়ে লন্ডনের মত অন্য কোনো দেশে চলে যাওয়া
ঘ. ক্যারিয়ার এর কথা চিন্তা করে অন্য কোনো দেশে চলে যাওয়া
২. বাংলাদেশে থাকলে : কি করতে চান/কতদিনের জন্যে থাকতে চান/ফিরে আসবেন কিনা ফিনল্যাণ্ড ?
৩. ফিনল্যান্ডে থাকলে : ভাষা শিখুন / নিজের ক্যারিয়ার এর প্রতি পুরো মনোযোগী হোন
৪. পাসপোর্ট নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইলে পাসপোর্ট পাবার প্রস্তুতি গ্রহণ করুন পুরোদমে।
৫. বাংলাদেশ এবং ফিনল্যাণ্ড : দুইদেশ মিলে থাকতে চাইলে, ফিনল্যাণ্ডকে আপনার আবাসস্থল ধরে নিজের ক্যারিয়ার তৈরী করে ফেলুন।
৬. বাংলাদেশে ফিরে গেলেও হাতে লম্বা সময়ের রেসিডেন্ট পারমিট নিয়ে যেয়েন যাতে অবস্থা বেগতিক দেখতে ফিরে আসতে পারেন ফিনল্যাণ্ড।
মনে রাখবেন :
# ফিনল্যাণ্ড আমাদের আয়ের স্থান আর বাংলাদেশ পুরোপুরি আপনার ব্যয়ের খাত
# সিদ্ধান্তহীনতায় সময় অপচয়/কাল-বিলম্ব/হতাশ হওয়া বোকামি
# বাংলাদেশে ভালো কোনো নেটওয়ার্ক বা জীবিকার বন্দোবস্ত না করে যাওয়াটা অতি বোকামির লক্ষণ
source : Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০