গতকাল দেখলাম : যোগ্যতা থাকা সত্বেও দেশের অনেকেই চাকরি পাচ্ছেন না, তারা বছরের পর বছর চেষ্টা করেও আজ অনেক হতাশ, কি করবে বুঝতেছে না !!
তাদের প্রতি আমার প্রশ্ন ছিল : "আপনারা নিচের দুটি অপসন এর অন্তত একটিতে বেছে নিচ্ছেন না কেন ?? এই ক্ষেত্রে আপনাদের কি ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে ??" (অপসন ০১ : ব্যবসায়িক উদ্যোগ, অপসন ০২ : বিদেশ যাত্রা )
কয়েকজনের মোটামোটি জবাব ছিল : ০১. টাকা নাই, ভয় লাগে
০২. পরিবার চাননা/যোগ্যতা নাই ,
# একজন একটু আগ বাড়িয়ে "সুইসাইড/আত্মহত্যা" কেও advice দিয়ে বসলো।
# আসল ব্যাপার কি জানেন ?? : তারা আজ তাদের এই পরিকল্পনাবিহীন জীবনের সাহায্যকারী হিসাবে "আল্লাহকে" মানেন না/স্মরণ করেনা। স্রষ্টাকে ছেড়ে মানুষ যখন সৃষ্টিকে আকড়ে ধরে বাচতে চায়, তখন তারা দুনিয়াতে হয় হতাশ এবং অসফল, আর আখিরাতে তাদের জন্যে বঞ্চনা-লাঞ্চনা তো আছেই !!!