গত কয়েক বছর ধরে ফিনল্যান্ডের ঘোষণা : "তাদের আরো আরো লোক (অভিবাসী/ইমিগ্র্যান্ট/প্রবাসী) দরকার"।
২০১২ ও ২০১৩ সালের মধ্যেই যথাক্রমে ৬৯ হাজার ও ৭৩ হাজার লোকের "অবসর গ্রহণ তাদের নতুন করে ভাবিয়েছে", এই বিশাল খাতগুলোতে কর্মক্ষম লোকের অভাব পূরণে তারা অবসরের বয়সসীমাও বাড়িয়ে ৬১.২ বছর করেছে।
আহবানে সাড়া দিয়ে সুযোগকে কাজে লাগিয়ে ২০১৩ সালে এই দেশে বহিলোকের আগমন ঘটেছে ৩১৯৪০ জনের যা ১৯১৭ এর "ফিনল্যান্ডের স্বাধীনতার পর সবচেয়ে বড় সংখ্যা", প্রতি বছর আরো আসছে।
এরপরেও ফিনল্যান্ডে কতিপয় গুরুত্বপূর্ণ খাতে যে পরিমান কাজের ক্ষেত্র তৈরী হচ্ছে তা পূরণ করতে তাদের নিজেদের কর্মক্ষম ব্যাক্তিরা সংখ্যায় অনেক কম/অপারগ।
# আফসোস : এই আহবানে সারা দেবার লোকের অভাব নেই , আর আল্লাহর আহবানে সারা প্রদানকারীর আজ বড় অভাব, অথচ আমরা জানি : কোন জীবন উত্তম !!!থ
এতে কোনো সন্দেহ নেই যে : সারা পশ্চিমা বিশ্বের মতই ফিনল্যান্ডের অর্থনীতি আগের চেয়ে কিছুটা ডাউন (ভঙ্গুর), তবে এদের টিকে থাকার লড়াই অনেক বেশি প্রশংসার দাবি রাখে।
অতবেশি প্রাকৃতিক সম্পদের ছোরাছড়ি না থাকলেও এরা এদের সামাজিক অর্থনৈতিক কাঠামো যেভাবে টিকিয়ে রেখেছে তা পশ্চিমা বিশ্বের অন্যতম একটি শ্রেষ্ঠ আলোচিত বিষয়। তাই, এই দেশের নীতিনির্ধারকেরা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে ভালোভাবেই একটা ধারণা নিতে পারে যে : "কবে নাগাদ কিভাবে কি পরিমান কাজ করিলে ফিনল্যাণ্ড আরো উন্নত হইবে" !!!
# মানুষ যদি একটি ভুখন্ডের ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করতে পারে, মানুষের বিধাতা "সারা দুনিয়ার পরিকল্পনা করে রেখেছেন আরো আগে, তিনি অবস্যই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং নীতিনির্ধারক"
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮