পশ্চিমা বিশ্বের কিছু কিছু ঘটনা আপনার কাছে অসাধারণ লাগবে।
বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর মালিকেরা গোপনে নিজেদের দোকানে/কোম্পানিতে একজন সাধারণ কর্মচারী হিসাবে প্রবেশ করে কিছুদিন কাজ করে কোম্পানির (নিজেদের) ভুলত্রুটি ও কর্মচারীদের দোষ খুঁজে বের করে অনায়াসে, কোম্পানির অন্যান্য কর্মচারীরা ধরতেও পারে না যে "তিনি তাহাদের মালিক/বোস"।
সম্প্রতি গড়ে ওঠা এই কৌশল অবলম্বন করে সারা বিশ্বের ছোট-বড় সকল কোম্পানিগুলো যেভাবে লাভবান হচ্ছে, সেগুলো হলো :-
১. কোম্পানির ভুলগুলো বার করে তারা অনায়াসে সেগুলো সমাধান করে নিতে পারেন
২. কোম্পানির বিক্রয় ধুম করে বাড়াতে নীতি -নির্ধারণ করতে পারেন
৩. একেবারে মাঠপর্যায়ে কাজ করে কোম্পানির প্রকৃত অবস্থান/জনপ্রিয়তা খুঁজে বার করে নিতে পারেন
৪. কর্মচারীদের দোষ-ত্রুটি বার করে ফেলতে পারেন
৫. বোসের প্রতি কর্মচারীদের মনোভাব জেনে নিতে পারেন
# আপনারা কি উমরের (রা) এর এই আদর্শ ভুলে গেছেন ?? :- এরা কিন্তু এই আদর্শকে গ্রহণ করে আজ সারা পৃথিবীর ব্যবসায়িক জগতকে নিয়ন্ত্রণ করছে