১১।
স্কুলের নতুন শিক্ষিকা ক্লাস এইটের ছাত্রদের সাথে পরিচিত হচ্ছেন প্রথম ক্লাসেঃ
আমি তোমাদের নতুন ম্যাডাম। এসো তোমাদের সাথে পরিচিত হই। প্রথমে ছেলেরা একে-একে দাঁড়িয়ে নিজের নাম এবং একটা প্রিয় শখের কথা আমাকে বলো।
প্রথম জন- আমার নাম শাকিল, আমার শখ পুকুরে পদ্ম দেখা।
দ্বিতীয় জন- আমার নাম লিটন,আমারও শখ পুকুরে পদ্ম দেখা।
এভাবে সব ছাত্র তাদের নাম বলল এবং প্রিয় শখের কথা বলল, পুকুরে পদ্ম দেখা।
শিক্ষিকা তো ছাত্রদের আচরণে অবাক, এরপর তিনি মেয়েদের দাঁড় করালেন এবং নিজের নাম ও শখের কথা বলতে বললেন।
প্রথম ছাত্রীটি অত্যন্ত লজ্জিত মুখে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে বললঃ আমার নাম পদ্ম এবং আমার শখ দিনে তিনবার পুকুরে গোসল করা...!!!
১০
এক মেয়ের সাথে আরেক মেয়েরকথা হচ্ছে..
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই আমি তো আজকে থেকে ওর মুখ ও দেখতে চাইনা..
২য় মেয়েঃ কি হইছে??.. তুমিকি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ না ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে..
কালকে ও আমাকে বলছিল ওনাকিশহরের বাইরে যাবে
মিথ্যুক, বদ, ধোঁকাবাজ....
৯বাবাঃ আমি তোমাকে আমার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিতে চাই ,
ছেলেঃ না !
বাবাঃ মেয়েটি বিল গেটস এর মেয়ে!
ছেলেঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং বিল গেটসঃ-
বাবাঃ আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি ,
বিল গেটসঃ না !
বাবাঃ আমার ছেলে ওয়ার্ল্ড ব্যাংক এর CEO !
বিল গেটসঃ তাহলে ঠিক আছে !
বাবা এবং ওয়ার্ল্ড ব্যাংক এর প্রেসিডেন্টঃ-
বাবাঃ আমার ছেলেকে তোমার ব্যাংক এর CEOপদে নিজুক্ত করে দাও ,
প্রেসিডেন্টঃ না !
বাবাঃ আমার ছেলে বিল গেটস এর মেয়ের জামাই !
প্রেসিডেন্টঃ তাহলে ঠিক আছ…
৮।
এক ছেলে কোন কারনে আত্মহত্যা করতে চাইল
সে এর আগে ২ টা মেসেজ করল
১ টা গার্লফ্রেন্ড কে
আরেকটা দোস্ত কে
“আমি যাচ্ছি তাড়াতাড়ি রিপ্লাই দিও”
আর
প্রথম রিপ্লাই আসল গার্লফ্রেন্ড এর
“তুমি কোথায় যাচ্ছ? আমি বিজি পরে দেখা করব”
এটা পড়ে তার খুব কষ্টলাগলো
২য় মেসেজ বন্ধু এর
“আরে আমারে রাইখা একলা কই যাস আমিও
আসতেছি”
এটা পড়ে ছেলেটি হাসল আর ভাবল বন্ধুর
কাছে হেরে গেলো!!
৭।
একটা ছাগল হাঁটছিল ,নিউটন
এটাকে ধরে থামালেন আর তখন ১ম সুত্র আবিস্কার হল “একটি বস্তু কে যতক্ষণ পর্যন্ত থামান না হয় তা চলতে থাকে”।
এর পর নিউটন ছাগল টিকে (F) বল এ
একটা লাথি দিলেন
ছাগলটা বলে উঠলো “ম্যা” (ma)
আবিস্কার হল দ্বিতীয় সুত্র
F=ma .
.
.
.
.
.
.
.
এরপরই ছাগলটি নিউটন
কে কষে একটা লাথি দিল আর নিউটন আবিস্কার করলেন তার
সবচেয়ে গুরুত্বপূর্ণ সুত্রঃ -
“সকল ক্রিয়ার সমান ও
বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে”
:p
৬।
এক সদ্য মাদকাসক্ত ছেলে বাড়ী ফিরেছে। কোনভাবেই যেন বাবা টের না পায় সেজন্য খুবসতর্ক। দরজা খুলে দিতেই সে এ্যাজ ইউজুয়াল সালাম দিলো। তারপরে দরজা দিয়ে দিলো। বেশী রাত হয়েছে বলে তার বাবা কটমট করে তাকিয়ে আছে কিন্তু বকাবকি করছে না। বললো, ভাত খেয়ে নাও! ছেলেটি গিয়ে টেবিলে বসেছে। রগচটা বাবা দাড়িয়ে আছে পাশে। ভয়ে ভয়ে সে খুব সতর্ক ভাবে ভাত নেয়, তরকারী নেয়, তারপরে ঠিকঠাক মত খেতে থাকে। এরপরেডাল নেয়, ডাল দিয়ে খে...তে থাকে। এবার বাবার দিকে তাকিয়ে দেখে বাবা চোখ বড়বড় করে তাকিয়ে আছে। ছেলেটি খুঁজে পায় না সে কি ভুল করেছে। যেই খাওয়া শেষ হয়েছে, - বাবা এসে মারলো জোরে একটা থাপ্পর। বললো,"হারামজাদা, তুই যে ভাত খেয়েছিস, প্লেট কই?"
৫
maximum ধুমপানে অভ্যস্ত
ছেলেরা বিয়ের/affair এর পর সিগারেট
ছেড়ে দেয় কেন??
-
-
-
-
-
-
-
-
আসলে...এক সাথে দুই টাইপের বিষ হজম
করা সবার পক্ষে সম্ভব হয় না...।:p
৬।
একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্লাশ চলিতেছে . . .
শিক্ষক জিজ্ঞাসা করলেনঃ কিভাবে ফোর(4) কে ফাইভ(5) এর ভেতর ঢুকিয়ে লেখা যায়?
আমেরিকান ছাত্রের উত্তরঃ মজা করেন নাকি?
পাকিস্তানী ছাত্রের উত্তরঃ অসম্ভব!
ভারতীয় ছাত্রের উত্তরঃ ইন্টারনেটে সার্চ করেও পাইলাম না!
চীনের ছাত্রের উত্তরঃ অপেক্ষা করেন, আবিষ্কার করে ফেলবো!!
অবশেষে বাংলাদেশী ছাত্রের উত্তরঃ এভাবে স্যার, “ F(IV)E ”
আজ আর না ! আরেক দিন ! আগের পর্ব
১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৯