কথায় বলে, যে যতটুকু পানিতে নামে সে ততটুকু ভিজে। নানকের ছেলের মৃত্যুতে তাই শোক হবার থেকে হচ্ছে সমালোচনা। মৃত্যুর মত এত কষ্টকর একটা ঘটনাতেও মাত্র ১০% মানুষ কে নানকের ছেলেকে নিয়ে মাতম করতে দেখলাম আর বাকি সবার মন্তব্য আর লেখা পড়ে মনে হলো সবাই মনে করছেন এই মৃত্যু নানকের জন্য একটা কঠিন শাস্তি এবং এটা তার প্রাপ্য। আসলে নানক সত্যি একজন দূর্ভাগা মানুষ। অপরাধের মাত্রা কোন পর্যায়ের করলে একজন মানুষের ছেলেকেও নিয়ে মানূষ শকের বদলে উল্লাস করে তা আজ নিজের চোখে দেখছি।
এগুলা পড়ে আমার মনে প্রশ্ন আসলো, কেন নানকের প্রতি সবার এত রাগ? যতটুকু জানি নানক ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। বর্তমান আওয়ামীলীগ সরকারের এল জি এর ডি প্রতিমন্ত্রী। গত তত্ত্বাবাধায়ক সরকারের সময় দূর্নীতির দায়ে ধৃত শেখ সেলিমের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, সে সময়ের যুবলীগ নেতা মির্জা আজম ও নানকের নেতৃত্বেই হোটেল শেরাটনের সামনে ১৩ জন মানুষকে বাসে গান পাউডার লাগিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। এছাড়াও বরিশাল বি এম কলেজের সম্ভাব্য ভিপি প্রার্থী নজরুল কে খুন করেই নানকের খুনের পথে যাত্রা। এছাড়াও শ্রমিক লীগের নেতা থাকা কালীন নানা ধরনের দলীউ খুন খারাপি ইত্যাদিতে তার মদত ছিলো বলে শোনা যায়। তবে সবচাইতে আলোচিত যে অপরাধের সাথে সম্পৃক্ততার কথা সবাই জানে ও যা ওপেন সিক্রেট তা হলো আর্মি অফিসারদের হত্যাকান্ডে নানকের নেপথ্যের জড়িত থাকার অভিযোগ। এই তথা আসলে এখন বাংলাদেশের সবাই জানে। নানকের কারনে এত মানুষের যে প্রাণ গেলো সেসব মানুষের বাবা মায়েরাও তো আজ নানকের মত বিনিদ্র রজনী যাপন করেছে। তারাও তো পূত্রের লাশ কোলা নিয়েছে। কই তখন লীগের ভাকুর কুত্তারা কই ছিলো???
নানকের সম্পর্কে জানে এমন কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে, এই মুহুর্তে ক্ষমতার সর্বোচ্চ ব্যাবহার করছে নানক ও তার পরিবার। গত বছর বা এই বছরে ফেস বুকের মাধ্যমে একটা লিঙ্ক পেয়ে একটা ব্লগ পড়লাম যেখানে নানকের মেয়ের অনেক অপরাধের কথা ও কিভাবে টাকা পয়সা উড়ায় তার বিবরণ পেয়েছিলাম। অনেকে বলে থাকেন নানক ক্ষমতার এই পর্যায়ে এসে কমের পক্ষে ৩০০-৪০০ কোটি টাকা বানিয়ে নিয়েছে। যাকে বলে ক্ষমতার পিকে। টেন্ডারবাজি, সরকারি টাকা আত্নসাৎ, জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজি ইত্যাদির মাধ্যমে নানক এইসব টাকা উপার্জন করেছেন বলেও জানা যায়।
এমনকি কয়েকদিন আগে কলোনিতে থাকা নানকের ছেলে কিভাবে এই ৩ বছরে মিৎসুবিসি নতুন মডেলের গাড়ি চালাচ্ছিলো তাও প্রশ্নবিদ্ধ। নানক তো ফুল্টাইম রাজনীতিতে ছিলো। তাহলে তার আয়ের উৎস কি? নানকের ছেলের কি লাইসেন্স ছিলো? নাকি কুকুর, গরু চিনার কারনেই গাড়ি চালাচ্ছিলো।(কুত্তা-গরু চিনে গাড়ি চালালে কি হয় তা তো দেখতেই পারলাম)
আমি এতক্ষন নানকের যেসব অপরাধের কথা বলেছি এর বাইরে কোনো স্পেসিফিক বিষয়ে নানকের অপরাধের ও দূর্নীতির কথা কেউ যদি মন্তব্যের ঘরে জানান তাহলে পরে এইসব তথ্য নিয়ে একটা পূর্নাঙ্গ রিপোর্ট লিখা যাবে।
ব্লগারদের কাছে প্রতিমন্ত্রী নানকের অপরাধের বিবরণ জানতে চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন
সত্যি বলছি, চাইবো না
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন
শেখস্থান.....
শেখস্থান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন