পাখির কূজনে জাগে হৈমন্তিক ভোর
মেঠোপথে সুর তুলে কিশোরীর নিক্কন-নুপুর।
অমন মন-মগ্ধ রূপ আর কোথাও কি ফুটে?
দূরে গ্রামের ফ্রেমে কার যেন অপরূপ মুখ ভেসে উঠে!
সেই মুখে লেগে থাকে নিরাবরণ প্রশান্তির ছাপ
মুখোমুখি হলে পরে পথিকের মুছে যাবে ক্লান্তি-উত্তাপ।
চারিদিকে মৌ মৌ গন্ধে ছুটে চলে বাউরি বাতাস
দুলে উঠে মাঠভরা সোনামুখ শস্যের নগর
রাখে কি খবর তার শহুরে প্রমত্ত যুবক?
ক্যানসার ধোঁয়ায় ঢাকে রঙছটা নাগরিক পাথর।
একই সেই কফিকালার সন্ধ্যায় সাজে শহর ও গ্রাম
কেবল শিল্পীর স্থির দৃষ্টি কাড়ে শ্যামলিমা দিগন্তের ধাম।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪১