অভ্র আর বিজয়, মিলমিশ হয়ে গেল।
অবশেষে অভ্রের মেহেদী মোস্তফা জব্বারের শর্ত মেনে নিল।
শুনলাম আজ বিকালে সমঝোতা মিটিং হয়েছে। ওখানে অনেকের মধ্যে মেহেদী আর রিফাত ছিল। মোস্তফা জব্বারও ছিল। মিটিং এ সিদ্ধান্ত হোল- অভ্র দুই মাসের মধ্যে তার সফটওয়্যার থেকে ইউনিবিজয় বাদ দিয়ে দিবে। আর অন্য দিকে জব্বার সাহেব তার কেইস মেইসও তুলে নিবে।... বাকিটুকু পড়ুন