আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না!
অপারেশন হবে, এই কথা শুনেই হাজার মানা করার পরেও দুর কুমিল্লা থেকে ঢাকায় এসে টানা ৩দিন পাশের বেডে কাটিয়ে দেয়া বন্ধু থাকলে আর কাউকে লাগে না।গভীর রাতে ঘুম থেকে উঠে আস্তে করে ডাক দেয়ার সাথে সাথেই নিজের ঘুম ত্যাগ করে টয়লেটে নিয়ে যাওয়া আর রক্তের ব্যাগ ধরে দাড়িয়ে থাকা একটা বন্ধু থাকলে আর কাউকে লাগে না। সময় ধরে ওষুধ খাইয়ে দেয়া,দুপা ধরে বেডে উঠিয়ে দেয়া,মাথায় হাত দিয়ে শুইয়ে দেয়া একটা বন্ধুরুপি ভাই থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।একটা মেয়ে হওয়ার পরেও অপারেশনে পাশে থাকার জন্য বাসাবো থেকে একা একা হাসপাতালে চলে আসা,এমন একটা বন্ধু থাকলে আর কাউকে লাগে না।কি খাবে,সেটা রান্না করে আবার নিয়ে আসবে সেই বাসাবো থেকে,এমন কেয়ার করা একটা বন্ধুরুপি বোন থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।খালাত ভাইয়ের অপারেশনের খবর পেয়ে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে বাসায় রেখে জলদি হাসপাতালে ছুটে আসা আর আম্মুকে সাহস দেয়া,এমন খালাতবোন রুপি আপন বোন থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।রাজনৈতিক পরিস্থিতি প্রতিকুলে থাকার পরেও বোনের ছেলেকে দেখতে ছুটে আসা,এমন মামা,খালা থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ আর কাউকে লাগে না।কেবল অসুস্থতার খবর পেয়েই নিজ ডিপার্টমেন্ট না হয়েও একঝাকে সবাই এসে হাসপাতাল কাপিয়ে দেয়া,হাসানোর চেষ্টা করা,সাহস দেয়া, এমন সিনিয়ররুপি বড় ভাইরা থাকলে আর কেউ লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।'দোস্ত একটু মুড়ি খা,পানি দিচ্ছি! কাজ হচ্ছে না,জলদি হসপিটালে চল,হসপিটালে নিয়ে আলট্রাসনো করানো,ওষুধ কেনা 'নিজের মানিব্যাগ, এটিএম,ল্যাপটপ চোখ বন্ধ করে রাখতে পারা,এমন বিশ্বাসি রুমমেটরুপি বন্ধুরা থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।বন্ধুর জন্য দোআ করা,বন্ধু অসুস্থ সেটা নিজে নিজে খবর পেয়ে দেখতে চলে আসা,এমন ক্লাসমেটরুপি বন্ধুরা থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কাউকে লাগে না।অসুস্থ দেবর কে দেখতে আসা,হাসাতে গিয়ে থেমে যাওয়া'পরে হবেনে হাসিরপর্ব' এমন মিষ্টি মামাত ভাবীরুপি বড় ভাবী থাকলে আর কাউকে লাগে না।
আলহামদুলিল্লাহ,আর কিচ্ছু লাগে না।বেডে শুয়ে কথা বলার শক্তি না থাকলেও প্রিয় কন্ঠটা শুনতে পেলে আর কিচ্ছু লাগে না।
যদিও লাগে,কিছু মানুষকে ।লাগে বাবা,লাগে মা,লাগে আপন ভাইকে,জোর করে যে নিয়ে আসে নিজ মেডিকেল কলেজে,নিজের তদারকিতে অপারেশন করাবে বলে। এই তিনজনকে লাগে,এই তিনজনের প্রতি ঋণের বোঝা বাড়ছেই,তারা কখনো শোধ চাইবে না জানি।
আলহামদুলিল্লাহ ভাল আছি আমি,কিছুআগে কুমিল্লায় পৌছলাম।সুস্থ হয়ে উঠছি।আপাতত,নুডলস খেতে খুব ইচ্ছা করছে,মা রান্না করছে ভাত!
-
চলবে......................
.
.
কুমিল্লা
৯টা বেজে ২৮ মিনিট
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪