সবুজ বল টা ইদানীং কালে মেসের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । আকর্ষণ জাগে যার প্রতি, সবাই তাঁর কাছে থাকতে চায় সবসময়, অথচ ৫০ দিয়ে কেনা বলটাকে সব্বাই লাথি মেরে দূরে ফেলে,রাবারের হওয়ায় দেয়ালে বাড়ি খেয়ে আবার ফিরে আসে বল টা ! যত জোরে মারা হয় তত জোরে বলটা ফিরে আসে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সুত্রের যথার্থতা প্রমাণ হয় প্রতিবার । আকর্ষণ জিনিষটা বড্ড বাজে একটা,দিনলিপিটাকে ওলটপালট করে দেয়, নাওয়া খাওয়া ছেড়ে আকর্ষণের পেছনে ছোটে সবাই । না পেলে মন ভেঙ্গে যায় ! কিছুদিন আগে, এই রাবারের বলে লাথি দিয়ে মাঝের রুমের বাল্ব ভেঙ্গে ফেলা হয়েছে আমাদের মেসে, পুরো রুমে কাঁচের টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল, একটু অসাবধান হলেই পা কাঁটা নিশ্চিত ! খুজে খুজে সেদিন কাঁচের টুকরো গুলো সরানো হয়েছিল, জীবনের ভুলগুলো এভাবে খুজে খুজে সরানো গেলে মন্দ হত না !এই মেসে মন্দের ভাল বলতে যখন ইচ্ছা তখন ঘুমিয়ে পড়া ! ঘুমিয়ে কাটানো আমাদের মেস লাইফের প্রান ছোট ভাইটা মেসে ফিরে আসায় মেসটা জেগে উঠেছে আবার। রাতের বেলা চারদিকে ক্রিং ক্রিং করে বেজে ওঠা ফোনের শব্দে এমনিতেই জেগে থাকতে হয় অবশ্য ! একেকজনের একেক রকম আলাপ চলে ফোনে, বিষয় যদিও একটাই, ভালোবাসা ! অনেক মজার মজার কথা কানে আসে ।
।
।
... আমার সোনার বাংলা............... আমি তোমায় ভালোবাসি—এই লাইনটা দিয়ে প্রিয়জনের মুখ থেকে কথাটা শুনে নেওয়ার আইডিয়াটা পুরনো হলেও এখনো বেশ জীবন্ত !
,
শান্তিনিকেতন
রাত ১১ টা বেজে ৫১ মিনিট !
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬