- হ্যালো, কি করো ?
- তোমার কথা চিন্তা করি ।
কথাগুলো মাথায় ঘুরঘুর করছে ! ঘুরঘুরের পেছনে কারণ আছে অবশ্য। ঢাকায়,কথাগুলো শোনা রুটিন হয়ে গিয়েছিল,মিস করুক আর নাইবা করুক, চিন্তা করুক আর নাইবা করুক - ফোন আসলেই, মুখস্ত বুলি কানে আসত,রুমে রুমে একই বুলি! কুমিল্লা আসার পর কথাগুলো আর কানে আসছে না, তাই অটো কানে বাজছে কথাগুলো। অনেক কথাই কানে বাজে,অনেক কিছুই ঘোরে মাথায়, এদের ঘুরতে দেয়া উচিৎ, থামানো উচিৎ না। আমিও থামাই না, তবে একটা কথা শুনে থমকে গিয়েছিলাম আমি। কিছুদিন আগে এক ছোটভাই বলছিল, মডার্ন স্কুলের কিছু মেয়েকে একসাথে টিসি দিয়ে বের করে দিয়েছে। টিসি দেয়ার কারণটা যথেষ্টই মজাদার!! মেয়েগুলো একসাথে সিগারেট পান করছিল, স্কুলের বাথরুমের ভেতর। সিগারেট টানা দোষের কিছু না, ছেলেরা টানছে মেয়েরা পিছিয়ে থাকবে কেন! ছেলেরা যেমন টঙ্গে বসে খায়, মেয়েদেরও তেমন টঙ্গে বসে সুখটান দেয়া উচিৎ ,সমধিকার বলে একটা কথা আছে না !
একটা জরিপ করা দরকার, সমধিকার আসলে কিইই ? আমিও একটা জরিপ করেছিলাম, ভার্সিটি এসাইন্মেন্টের অংশ হিসেবে।একটা প্রশ্ন রেখেছিলাম সেখানে,মেয়েদের উত্তর ছিল আশ্চর্যজনক ! মেয়েদের চিন্তাধারা রহস্যের আঁধার, হকিংসাহেব বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু হচ্ছে নারী ! এই রহস্যময়ীদের মাঝে কাজল আমার প্রিয়, কাজলের একটা ছবি দেখা যায়। ইদানীং কাজলের কথা বললেই বন্ধু মহলে হায়হায় উঠে যায়, এটাও একটা রহস্য! এই মুহূর্তে কোন রহস্য উদঘাটনের ইচ্ছে নেই। যেটা ইচ্ছে করছে সেটা হল, ট্রাউজার পড়ে হাঁটু সমান লম্বা টিশার্টটা গায়ে চড়িয়ে বেড়িয়ে পড়া! বিকেলবেলায় লোকেরা এমনিতেই চোখ ঘুরিয়ে তাকিয়ে থাকে, রাতের গভীরে এভাবে বের হলে, নির্ঘাত জুতো হাতে দৌড়বে !
আমি দৌড়াচ্ছি, পুরানো সব পেছনে ফেলতে দৌড়াচ্ছি !
কুমিল্লা
রাত ১২ টা বেজে ১০ মিনিট !
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০