মাথার ঠিক উপরে ফ্যান ঘুরছে। ফ্যানটা আগে মাথার উপরে ছিল না, একটু দূরে ছিল, অনেকদিনপর আজকে ফ্যানের জায়গা পরিবর্তন হয়েছে।আগে আস্তে ঘুরত ফ্যান,জায়গা চেঞ্জ হবার পর হটাতই ঘূর্ণন গতি অদ্ভুত ভাবে বেড়ে গেছে !আমার বেলায় ব্যাপারটা ভিন্ন। চলার গতি,ভাবনার গতি রয়ে গেছে আগের মতই,জায়গা পরিবর্তন আমার মাঝে কোন পরিবর্তন আনতে পারে নি !আচরণে খুব একটা পরিবর্তন না আসলেও খাওয়ার ব্যাপারে বেশ পরিবর্তন এসেছে ! আলু ভাজি দিয়ে ভাত খেয়ে, দুই পা ছড়িয়ে শুয়ে আছি,এখন। মুরগি খাওয়ার কথা ছিল আজ,খাওয়া হয় নাই। মুরগি যে ছিল না, তা না, কিন্তু কেন খাওয়া হল না, সে অনেক লম্বা কাহিনী,অহেতুক কথা বাড়বে ! অহেতুক কথা বাড়ানোর ইচ্ছে নেই, যদিও ইদানীং অহেতুক কাজকর্ম বেশি করা হচ্ছে । হুটহাট হেটে হেটে মতিঝিল চলে যাওয়া,কোন কারণ ছাড়াই হাতে লাঠি নিয়ে হাঁটা,নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় লোকজনের অদ্ভুতভাবে তাকানো,আন্দোলনে গলা মেলানোর সময় পুলিশের বাঁকা চোখে তাকিয়ে থাকা-- কিছুতেই কিছু হচ্ছে না, যেই কাজ সেই করছি আমি ! মাঝে মাঝে কুমিল্লা গেলে ওখানেও বন্ধুরা বলে, কি শুরু করলি তুই, কি করছিস এসব !!! কি করছি আমি, সেটা আমার নিজেরই অজানা,জানার ইচ্ছে নেই।
।
।
......... কেমন আছে প্রিয় মুখগুলো, জানতে ইচ্ছে করছে খুব !!
,
শান্তিনিকেতন
রাত ১ টা বেজে ২১ মিনিট
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১:২২