কাউকে কাঁদতে দেখলে আমার অদ্ভুত লাগে, এই কথা শুনে অন্যদের অদ্ভুত লাগে,কান্না অদ্ভুত লাগবে কেন? কান্নার দৃশ্য মনে পৈশাচিক আনন্দের জন্ম দেবে, কান্নার দৃশ্য বিব্রত করবে, কান্নার দৃশ্য নিরবে নিভৃতে অপরকেও কাঁদিয়ে চলে যাবে,অদ্ভুত লাগবে কেন !
পরীক্ষা ভাল না হওয়ায় কেউ কাঁদছে,এমন দৃশ্য ভার্সিটিতে উঠেও দেখতে হবে, তা ছিল চিন্তার বাইরে। ফলাফলস্বরূপ, কান্নার দৃশ্যটা যথেষ্ট বিব্রতকর আর অদ্ভুত লাগছে। তবে ওর ডেডিকেশনের বাহবা দিতেই হবে, পরীক্ষায় ঠিকমত লিখতে না পারায় কাঁদছে । এতেই বোঝা যাচ্ছে কতটা ডেডিকেটেড ছিল ও,পরীক্ষায় ভাল করার জন্য। ডেডিকেশন জিনিষটা আমার মাঝে অনুপস্থিত ! একসময় এর উপস্থিতি ছিল,খুব জোরেশোরেই ছিল। শেষবার যখন ডেডিকেশন নিয়ে একটা ব্যাপারের পেছনে খুব করে লেগে ছিলাম,ফলাফল এতটাই নেতিবাচক ছিল যে,সাথে সাথেই অভিধান থেকে এই শব্দটা বাদ দিয়ে দিয়েছি !
এই মুহূর্তে ডেডিকেশনটা আবার ফিরে এসেছে মনে হয়,খুব মন দিয়ে কান্নার দৃশ্যটা দেখছি,দেখতে যথেষ্ট বিব্রতকর লাগলেও,মনে মনে আনন্দ পাচ্ছি,আনন্দ পাচ্ছি ক্লাসে এমন সহপাঠী আছে ভেবে। এমন সহপাঠী থাকা দরকার,ক্লাসে বৈচিত্র্য আসে,পড়ালেখায় গতি আসে,গতিহীন জীবনে গতি আনা জরুরী,খুবি জরুরী!! কান্নার দৃশ্য বেশীক্ষণ দেখতে নেই,আমি চোখ ঘুরাই,আমি হাঁ করি! এসি রুমে বসে,ফ্যানের বাতাস খেতে খেতে ঘুম দেয়ার চেষ্টা করি ! ক্লাসে স্যার নেই,আমার ঘুম আসে না,একটা গানের কিছু কথা মনে পরছে !!--- তোমার ওই আকাশ মনের একটি কোণে, আমি হব সন্ধ্যা তারা, দিন ফুরোলেই পড়বে মনে। থাকে থাক হাজার তারা আশেপাশে, আমি হব ধ্রুব তারা ওই আকাশে।
।
।
......দিন ফুরোলেই মনে পড়ে !!
,
শান্তিনিকেতন
রাত ১১ টা বেজে ২০ মিনিট !
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২০