আপনি ঢাকার হন, কিংবা চট্টগ্রাম বা সিলেটের, কুমিল্লায় আসলে, কুমিল্লা আপনার ভালো লাগতেই হবে! এখানকার বিশুদ্ধ বাতাস আর গ্রাম- শহরের অসধারন মেলবন্ধন ,ভালো না লেগে থাকা যায় ? আপনি আধুনিক পরিবেশ পছন্দ করেন... এখানে সেটাও আছে,কান্দিরপারের এদিকটায় একটু ভালো করে ঘুরেই দেখুন না। কি নেই এখানে! ইতিহাস আর আধুনিকতা এক সাথে অবস্থান করে, এখানেই।বিদ্রোহী কবি যেখানে বসে তাঁর প্রিয়তমা স্ত্রীকে চিঠি লিখতেন,সেই রানীর দিঘীর পাড়, ঘুরে এসছেন কি ?
কেবলমাত্র পানি উঠছে না বলে, স্বপ্নে দেখেই রাজার আত্মাহুতি দেয়া,অতপর এত এত পানি—এমন মনকাড়া পৌরাণিক কাহিনী যেখানে জড়িয়ে আছে সেই ‘ধর্মসাগরে’ গিয়েছেন কখনো ?
শালবন বিহার দেখতে যেমন দূরদূরান্ত থেকে মানুষ আসে, ঠিক তেমনি কুমিল্লার রসে ভরা রসমলাই মুখে লেগে থাকার মত স্বাদ,কিভাবে ভুলবেন কুমিল্লাকে? !!
তারপরেও যদি বলেন, উহু! কুমিল্লা একদম ভাল লাগে না, কিছুই তো নাই !!!জনাব/জনাবা ,তাহলে কেবল একটা কথাই বলা যায় --- ঘুমিয়ে থাকা মানুষকে জাগানো যায়, কিন্তু জেগে থেকেও চোখ বন্ধ করে রাখলে জাগাবো কিভাবে ?
কুমিল্লা স্টেডিয়াম
**** ছবি গুলো গুগোল থেকে নেয়া
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ রাত ১০:৩৩