ছেলেটার নাম দেবানন্দ। আট বছর আগে, কলকাতায় সিপিএমের সভায় যাবে ভেবে লোকের পেছন পেছন ট্রেনে উঠে পড়েছে । তবে কলকাতার বদলে উল্টো দিকের ট্রেনে। বেচারা ঠিক মত কথা বলতে পারে না তার উপর মানসিক প্রতিবন্ধী । শেষে কিছু লোক ছেলেটাকে স্টেশনে একা একা ঘুরতে দেখে নাম ধাম জিগ্গেস করে ঠিক থাক উত্তর পায়নি, শুধু নাম টুকু বলতে পারছে। ওরা ওকে নিয়ে দেয় শিশু কল্যাণ সমিতির হোমে । এদের কাছে ধীরে ধীরে কথা বলাও শিখেছে, পড়ালেখা শিখেছে, প্রতিবন্ধকতাও অনেকটা কাটিয়েছে। একদিন ছেলেটা হোমের লোকদের বলে ওর বাড়ি টিটাগড় এর কোনো শিতলাতলায়। হোমের লোক খুঁজে বের করে পরিবার কে।
দেবানন্দের দাদা ভাইকে পেয়ে বললেন, ভাইয়ের জন্মের পর মা মারা যায় বাবা অসুস্থ, আমরা পাঁচ ভাই দেবা ছোট , শ্রমিকের কাজ করি সবাই । ভাই আমাদের প্রচন্ডের আদরের। হারিয়ে যাওয়ার পর অনেক খুজেছি শেষে আশা ছেড়েই দিয়েছিলাম । আট বছর পর পেলাম এক অন্য ভাই কে, আমাদের কোনো ক্ষমতা ছিল না ভাইকে এভাবে পড়াশুনা বা চিকিৎসা করানোর। হারিয়ে যাওয়াতেই তো অর ভালো হলো । ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫