The Tunnel Economy of the Gaza Strip .....
প্যালাসটাইনের গাজা উপতকার অর্থনীতির চাকা হলো মাটির নিচের মাইলের পর মাইল সুড়ঙ্গ পথ। যাহার মাধ্যমে মিশর ও গাজা উপতকায় পন্য আসার এক মাত্র্র মাধ্য।
সময়ে সময়ে ইসরাইল বিভিন্ন বডার বন্ধ করে দেয়, যাহাতে মিশর ও ইসরাইল থেকে কোন রসদ সামগ্রীর- এমন কি জরুরী ঔষধ গাজা উপতকায় প্রবেশ করতে না পারে, এমন কি- মূমুর্ষ রোগী বা আহতদের ও গাজা উপতকায় থেকে মিশর বা ইসরাইলে প্রবেশ করতে না দেওয়া।
গাজা উপতকার-বাসী বাধ্য হয়ে এই সকল সুড়ঙ্গ পথের উপর নির্ভরশীল হয়ে পরেছে।
ইসরাইলের সরকার সবসময় চেষ্টায় থাকে সুড়ঙ্গ পথ বন্ধ করার।
বোমা ফেলে বা বূলডোযার দিয়ে সুড়ঙ্গ পথ বন্ধ করে দিচ্ছে কিন্তু ফিলিশতিনিরা জীবনের ঝুকিনিয়ে আবার সুড়ঙ্গ গড়ে তুলছে।
প্রতি বছর প্রায় ১০০জন লোক জীবন দেয় এই সকল সুড়ঙ্গ খুড়তে।
এই সকল পথে আসে ঔষধ, খাদ্যদ্রব্য, মুরগী, ছাগল, সবজী, ফার্নিচার, পেট্রোর, কাপড় ইত্যাদি..
এখন ছবি দেখুন .....
সুড়ঙ্গের ভিতরের ছবি
সুড়ঙ্গের উপরের ছবি
সুড়ঙ্গের পথ
সুড়ঙ্গের পথ
সুড়ঙ্গের পথে ফার্নিচার আসছে
সুড়ঙ্গের পথে ঔষধ ও খাদ্যদ্রব্য আসছে
সুড়ঙ্গের পথে ছাগল-ভেড়া আসছে
সুড়ঙ্গের পথে বিভিন্ন দ্রব্য আসছে
সুড়ঙ্গের পথে এ-মাথা ও-মাথার যোগাযোগের মাধ্যম টেলিফোন
সুড়ঙ্গের পথে দ্রব্য আনা-নেওয়ার জন্য টানা স্লেজ
সুড়ঙ্গের পথে দ্রব্য স্লেজ টানার, আলো ও টেলিফোনের জন্য শক্তিসালি জেনারেটর ব্যবহার
সুড়ঙ্গ তৈরীর সামগ্রী সরবরাহের দোকান (গাজা উপতকায় ভালো ব্যবসা)
বোমায় ধংশ হয়ে যাওয়া সুড়ঙ্গ পূন:নির্মানের কাজ চলছে
সূত্র:Time.com