আজকে দেখাবো Airtel এর কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য কি ভাবে আবেদন করতে হয়।
আগে বলে রাখি এয়ারটেল এর কল সেন্টার প্রজেক্ট Digicon Technologies Ltd নাম এ একটা কম্পানির কাছে
। সো আপনি যদি এয়ারটেল কল সেন্টার এ চাকরীর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে Digicon Technologies Ltd এ অ্যাপ্লাই করতে হবে।
জজ্ঞতাঃ- সর্বনিন্ম ইন্টার পাস, গ্রাজুইশন কমপ্লিট হলে ভালো হয়, আর অবশ্যই সুদ্ধ ও সুন্দর করে কথা বলা যানতে হবে।
Digicon Technologies Ltd এ ২ ভাবে আবেদন করা যায় ,
০১ঃ- সরাসরি অফিস এ গিয়ে CV রেখে আসতে পারেন।
০২ঃ- অনলাইন এর মাধ্যমে করতে পারেন।
আর এ ২টা কাজ আপনি যে কোন সময় করতে পারেন, তাদের যখন দরকার হবে তখন এ আপনাকে কল করবে।
প্রথমে দেখাবো অফিস এ যেয়ে কি ভাবে অ্যাপ্লাই করবেন।
প্রথমে আপনাকে ঢাকার নিকুঞ্জ আসতে হবে, তারপর খুজে বের করুন Rajuk Trade Centare । খুজে পেলে ভিতরে ঢুকে ডান দিকে লিফট এর সামনে চলে জাবেন।
লিফট এ ঢুকে ৪নাম্বার বাটন টা চাপুন । কিছুখন অপেক্ষা করুন, দরজা খুললে দেখবেন আপনি অফিস এর ভিতর, অখানে যে কাউরে বললে হবে যে আপনি চাকরীর জন্য অ্যাপ্লাই করতে আসচেন, যাওয়ার সময় অবশ্যই আপনার CV নিয়ে যাবেন আর সেটা সেখানে রেখে আসবেন। তাহলে হয়ে গেলো আপনার এয়ারটেল এ অ্যাপ্লাই করা।
এবার দেখাবো কি ভাবে অনলাইন অ্যাপ্লাই করতে হয়।
প্রথমে এখানে ক্লিক করুন। কেরিয়ার অপশন খুজে বের করে ক্লিক করুন। তার পর নিজ সব বুঝতে পারবেন আসা করি।
টিপস
· সবসময় সুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুন।
· স্পষ্ট করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার চেষ্টা করুন।
· কোন সময় কনফিডেন্সে হারাবেন না।
তার পর ও যদি কন সমস্যা হয় কমেন্ট এ জানান।
আমার অন্য পোস্ট সমুহঃ
যে ভাবে গ্রামীনফোন কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য আবেদন করতে হয়।
রবি কাস্টমার কেয়ার , কল সেন্টারে চাকরীর জন্য আবেদন করার নিয়ম। How to apply Robi Call Center
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৫৭