মোস্তফা, জ্যাক ,মেস, হান্নাহ- এ সকল ভিডিওগেম ক্যারেক্টার এর সাথে অঙ্গাওঙ্গিভাবে মিশে থাকা আর বাসায় এসে বকা খেয়ে বিকালে খেলতে যাওয়া একটি জেনারেশন নিয়ে আজ আমি লিখতে বসেছি যাদের মাঝে থেকে আমিও নিজের শৈশবকে খুঁজে পেয়েছিলাম নব্বইয়ের দশকে । ফেলে আসা সেই সময়টাকে জীবন গ্রন্থের শ্রেষ্ঠ অধ্যায় বললেই বোধয় সঠিকভাবে আখ্যায়িত করা হবে । আমি সে সময়টার কথা বলছি যখন ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টাইমপাসের বালাই ছিল না ,ছিল বন্ধুদের নিয়ে একসাথে রাস্তার ধারে খেলা আর সবাই মিলে আড্ডা দেয়া । স্ট্যাম্প কালেকশন আর বিদেশি পয়সা জমানোর নেশাটাও অনেকের মত আমার ছিল । স্কুল শেষে আচার কিংবা পলিথিনে মোড়ানো তেতুলের টনিক খেতে খেতে ব্যাগে নতুন কেনা চাচা চৌধুরী ,বিল্লু ,পিঙ্কি কিংবা টিনটিন আর অগ্নিপুত্র অভয়ের কমিকস পড়বার আকুলতা নিয়েই বাসায় ফেরা হত । সিডি না , ফিতাওালা অডিও ক্যাসেট ৩০-৩৫ টাকা দিয়ে কেনা আর প্লেয়ার এ তা চালিয়ে সবাই মিলে গান শুনার অসীম আনন্দ ছিল সেকালে । ছিল এলাকার ভিডিও ক্যাসেটের দোকান থেকে ১০-১৫ টাকা দিয়ে হিন্দি / বাংলা রিলিজ পাওয়া সিনেমার ক্যাসেট এনে ভিসিআর এ সবাই মিলে একসাথে দেখার নির্মল বিনোদন আর রাতে কারেন্ট চলে গেলে বাসার ছাদে সবাই মিলে বসে গল্প করার সুখানুভূতি।
সন্ধার পর পড়তে বসার ফাঁকে ফাঁকে দেওয়াল ঘড়িটার দিকে বারবার ই চোখ চলে যেত কখন সাড়ে আঁটটা বা নয়টা বাজবে । এখনকার মত সেসময় এত চ্যানেল না থাকলেও এক বিটিভি ই ছিল একাই একশ । আলিফ লায়লা ,ম্যাকগাইভার আর দ্যা সোরড অফ টিপু সুলতান এর মত ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ত ছিলই , আরও ছিল কোথাও কেউ নেই, অয়োময়, আজ রবিবার কিংবা রূপনগরের মত কালজয়ী নাটকের সমাহার যা সত্যিই ছিল সময়ের শ্রেষ্ঠ বিনোদন , অন্তত সুস্থ বিনোদন বলতে যেটা বোঝায় তার পরিপূর্ণ প্রাপ্তি হয়েছিল ওই নব্বই দশকের সোনালী দিনগুলোতে।
টিফিনের টাকা বাঁচিয়ে টিপু সুলতানের তলোয়ার কেনা আর সিন্দবাদের কেহেরমানের মত করে মাথার চুল ছিরে ফু দিয়ে দুষ্টুমি করা সে সময়টা আজ আর নেই । ঈদের আগের চাঁদরাতে এখন আর বাসার ছাদে বসে কাজিনরা মিলে আড্ডা দেয়া হয়না, সুস্থ বিনোদনধর্মী ঈদ নাটক ও অনুষ্ঠানমালার মত সেই সময়টা তার আপন প্রবাহে হারিয়েই গেছে । প্রযুক্তি ও কর্ম জীবনের ব্যাস্ততায় মোড়া এই সময়ে এসে কেবল সৃতি রোমন্থন করেই হয়ত হারানো সময়টুকু ফিরে দেখার এ প্রয়াস।
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না রইল না
সেই যে আমার নানা রঙের দিনগুলি ......
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪