ফেসবুকে ও ব্লগে ঢুকলেই এখন সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত যে বেপারটি চোখে পড়ে তা হল আমেরিকায় সমকামী বিয়ের স্বীকৃতি এবং তার আলোকে একদলের রেইনবো কালার প্রোফাইল পিক দিয়ে এর সাথে একাত্মতা ঘোষণা ও আরেকদলের তা নিয়ে বিরুপ মনোভাব পোষণ । ছাগলের তিন নম্বর বাচ্চার মত আরেক দল আছে যারা নিজেদের একাত্মতা ঘোষণাকারী না আখ্যা দিয়ে রংধনুর সাত রঙে রাঙানো সঙ গুলোর মুক্তচিন্তার প্রশংসা ও এর বিরুদ্ধাচরণকারীদের অনুভূতির ব্যাবচ্ছেদ করণে বিশাল ব্যাতিব্যাস্ত ...ইনারা প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যাপক পরিপন্থী এবং নিজেদের সল্পশিক্ষার একমাত্র বাস্তবিক প্রয়োগ এই ফেবু কিংবা ব্লগে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত ।
রেইনবো কালারের সাথে একাত্ম সবাই যে সমকামিতা সমর্থন করছে বেপারটা আসলে তা নয় । অনেকেই হুজুগে মেতেছেন , আবার অনেকেই সমকামী জাতির এই মহা উত্থানকে সাধুবাদ জানানোর জন্য তা করেছেন । এর বিরুদ্ধে যাদের অবস্থান তারা ধর্মীয় আলোকেই বলেন কিংবা বিবেকবোধের তাড়নাতেই বলেন , এর সাথে একাত্মতা ঘোষণা করতে পারেনি । আমি তাদেরই একজন ।
' মা, তোমার ছেলে এখন অন্যের বৌ হতে পারবে। তোমার ছেলে আজ স্বাধীন ' । এই স্ট্যাটাস লিখেও যারা ঠিক পোস্ট দিতে পারছেন না কিংবা একই মনভাবাপন্ন যারা এর সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের বলছি – ভাই ভাবী হিসেবে আপনার বেস্ট ফ্রেন্ড কলিম কে আপনার বড়ভাই সলিমের হাতে তুলে দিতে আপনার লজ্জা নাও লাগতে পারে , কিংবা শয্যাসঙ্গী হিসেবে আপনি নিজেও কোন পুরুষকে বেছে নেবার মানসিকতা ধারণ করতে পারেন , কিন্তু এটি এক ধরনের পারভার্শন যা স্বাভাবিক নিয়মের পরিপন্থী সেটা মেনে নিতে দোষ কথায় । আর স্বাভাবিক নিয়ম নীতির বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়েই থাকে তবে নিজের অবস্থানটা আগে চিহ্নিত করুন । ভাই আপনার চিকিতসার প্রয়োজন ।
সমকামের মেঘ ডাকলো আমেরিকায়, আর রংধনুর তুফান হলো এই দেশে। জি ভাই , আপনি সাপোর্ট করেন না জানি , তারপরও সমকামীদের সাফাই গেয়ে যাচ্ছেন ,অযৌক্তিক তর্কের খাতিরে পরোক্ষ ভাবে একে সাধুবাদ জানাচ্ছেন , প্রত্যক্ষভাবে আপনি কি একটা অন্যায়কেই সমর্থন করে যাচ্ছেন না? তাই সমঘৃণা ওই সমকামীর ন্যায় আপনারও প্রাপ্য । আর যারা ধরমানুভুতি কিংবা বিবেকবোধ এর তাড়নায় এর বিরোধিতা করছে তাদের নিয়ে না কচলিয়ে নিজের সস্তা মূল্যবোধ নিয়েই থাকুন না । এক্ষেত্রে আপনাকে ধর্মবিরোধিতার আবরণে ঢাকা স্মার্টনেস কে প্রাধান্য না দিলেও চলবে ।
সবশেষে অন্ধকারগরভে প্রায় বিলীন হতে থাকা ধরমানুভুতি, বিবেক ও প্রগতিশীলতার উদ্ভাব সবার মনের গহীনকোন থেকে আলোর মুখ দেখার প্রত্যয় ব্যাক্ত করছি । ভাই, প্রাণ থাকলেই প্রাণী হয় ...কিন্তু মান ও হুঁশ না থাকলে যে মানুষ হওয়া যায় না । আমাদের সমাজে আজ প্রাণীর আধিক্য থাকলেও ,মানুষের যে বড্ড অভাব । ক্রিকেটার নাসির হোসেন যেটা অতি সাম্প্রতিক হাড়ে হাড়ে টের পেয়েছেন ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৯