যে ধর্মের সত্যতা, গভীরতা , প্রসার ও চর্চা যত বেশি …যে ধর্মের আছে গৌরবোজ্জ্বল ইতিহাস এবং অপরিবর্তিত ও অখণ্ডনীয় একটি ধর্ম গ্রন্থ আল কুরআন ………সে ধর্মের প্রকাশ্য ও অপ্রকাশ্য শত্রু থাকবেই এটাই স্বাভাবিক ……যেটা যুগে যুগে ছিলও ……আজো আছে …… আর এই বিরুদ্ধাচরন ও কুরআনে বর্ণিত শয়তানের অস্তিত্তকে সত্যতায় আবির্ভূত করে…… যার যার বিশ্বাস তার তার ………এটা একান্তই স্বকীয় একটি মনোভাব কিন্তু তাই বলে মিথ্যার আশ্রয় নিয়ে, খোঁড়া যুক্তি আর অযাচিত অশ্লীলতার ঢাল বাবহার করে নিজের ভিরু মনোভাব গোপন করে বাক স্বাধীনতা কিংবা মুক্তমনা নামকরণে প্রকাশে আরেকজনের বিশ্বাসে আঘাত করাটা কি সমীচীন ? ইসলাম সবসময় ই শান্তিপূর্ণ জীবন বাবস্থার বাস্তবিক প্রয়োগের ধর্ম যা কেবল ধর্ম গ্রন্থেই সীমাবদ্ধ নয় ……চর্চা এবং কর্মে পরিস্ফুটিত। তাই অবিশ্বাসের দর্শনার্থীদের আঘাতে নয় ……বিশ্বাসের শক্তি দিয়ে ই অন্ধকারের পথ থেকে আলর পথে আহবান করাই শ্রেয় , কেউ যদি শয়তাঙ্কেই পথ প্রদর্শন কারী রুপে গণ্য করে তবে তার পথ তাকে সস্তা জনপ্রিয়তা আর কিছু সাময়িক সাফল্য দেবে মাত্র …… এনে দেবে নিজেকে অসামান্য ভেবে নেবার কিছু মিথ্যে আবেগ আর অনুসারীদের অকুণ্ঠ সমর্থন যার প্রকাশও স্রেফ দুই কলম লেখনির মাধ্যমেই ………আর এই জীবনাচরণে অভ্যস্তদের জীবনের মূল্যায়ন কেবল তার ভক্তদের মাঝেই সীমাবদ্ধ ……… মৃত্যুর পরের মূল্যায়ন বা ফায়দা লুটার জন্য এগিয়ে আসে সকল সুবিধাবাদী পক্ষ ই ……যাদের পুঁজি থাকে সেই হুজুগে মাতাল ভক্তশ্রেণী যাদের অন্ধ বিশ্বাস আসল খুনিদের নিঃশ্বাস নেবার অক্সিজেন যোগায় ……
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫